ক্ষুধিত প্রেম



ক্ষুধিত প্রেম
রফিকুল 

নক্ষত্র খচিত ছিল না আকাশ চাঁদ ছিল মৃয়মাণ,
অন্ধকারের হাত ধরে হেঁটেছি অনেকটা পথ
নীলকৃষ্ণ মেঘে  জমেছিল অভিমান।
আকাশ ডাকেনি আমায় বাতাস ছিল না চঞ্চল সঞ্চারণে
অসহ তৃষ্ণায় মৃত্তিকার বুকে ফুটেছিল সুগন্ধি গোলাপ ক্ষত-বিক্ষত কণ্টক-অরণ্যে।
অযত্নে অবহেলায় নিশিদিন ফুটে ঝরে গেছে উদাসিনী বেশে
আজও তার সৌরভ লুটিয়ে পড়ে আমার ক্ষুধিত  বক্ষ দেশে।
কাঙ্খিত স্বপ্ন সুখে বেলাশেষে নিঃশব্দে খুঁজেছ কত সন্ধ্যাতারা
আজ অনাবৃত আকাশ মায়াবী নক্ষত্রের মাতামাতি, দেখি সোহাগী জোছনা ঢলে পড়া। 
মেঘহীন মধ্যদুপুর বদলে গেল, এল মেঘের ঘনবর্ষার মায়া
জলসিঞ্চনে ভরলো বকুলে নব  পত্রমুকুলে ঘননীল ছায়া। 
সে ফুলের আয়ুশাখা হতে একটি ফুল তুলে নিলে নীল অঞ্চলে, 
চোখের স্রোতস্বিনী জলে সে ফুল ভাসিয়ে ছিলে কোন মায়াছলে।  
ছুঁটেছিল সে নদী সমুদ্রের টানে যেন বিরহিণী প্রিয়া, 
কালচক্র ক্ষয়ে সে নদী শুকালো মরু-পথে 
 আমি রইলাম নির্বন্ধু—শুধু একা।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট