তারুণ্যের প্রতি আমাদের কিছুকথা :
‘ধানশালিক’ তারুণ্যের শিল্প সরোবর। এটি একটি সাপ্তাহিক ই-ম্যাগ এবং ওয়েবম্যাগ [ক্রোড়পত্র]। ধানশালিকের বর্তমান পাঠক : ১ লক্ষ ৩০ হাজার +। যার প্রসার দিন দিন বেড়েই চলেছে । আমরা অনেক বেশি আশাবাদী যে; ধানশালিক একদিন তারুণ্যের বেড়ে ওঠার সকল ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ । তারুণ্য ধানশালিককে এত বেশি ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে আসছে যা; অবাক করার মত । বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্যা শিল্প-সংস্কৃতিপ্রেমী বাঙালী রয়েছে; তারা নিয়মিত ধানশালিক পড়ে থাকে। আমরা চাই; ধানশালিকের মাধ্যমে বর্তমান সময়ের লক্ষ লক্ষ তরুণ-তরুণী বাংলা ভাষা, বাঙালীর শিল্প, বাঙালীর সংস্কৃতি এবং বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। আশা রাখি; ইনশাআল্লাহ- তারুণ্যের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমাদের স্বপ্ন সত্যি হবে।
এটা সত্য যে, বর্তমান সময়ের তরুণ-তরুণীরা শিল্প-সাহিত্যের প্রতি অনেক বেশি উদাসীন। ধানশালিক চেষ্টা করবে তাদের মনের সেই উদাসীনতাকে দূর করে শিল্প-সাহিত্যের বীজ বপন করবে। কতটুকু পারব জানিনা; তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
নতুন অনেককেই লিখতে আসছে। দেখা যায় কেউ ভালো লিখছে; আবার কারো কেউ কম ভালো লিখছে । কেউ বেশি লিখছে; কেউ কম লিখছে । আসলে লেখালেখি বিষয়টা সাধনার ব্যাপার। অনেককেই দেখা যায়; অল্প সময়ে নিজেকে খুব উচ্চমানের একটা জায়গায় নিয়ে যায় অথবা তার নিজেকে নিয়ে চলে অন্যরকম একটা বিজ্ঞাপন। জানিনা; এর সত্যতা কতটুকু । তবে- আমরা বলব, লেখালেখিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অনেক বেশি ধৈর্য্যরে প্রয়োজন। সেটা কতটুকু হবে; বলা যাচ্ছে না । তবে ধৈর্য্য আপনাকে ধরতেই হবে। তারপর’ই না আপনার সাফল্য আশা করা যায়।
বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী রয়েছে যারা ধানশালিকে নিয়মিত লিখে চলেছে। ধানশালিক তাদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি করে সবার মাঝে শিল্প এবং সাহিত্যকে ছড়িয়ে দিবে, এই পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে চলেছি।
আমরা চাই; লক্ষ লক্ষ তারুণ্যকে সাথে নিয়ে এগিয়ে নিতে। তাদের জীবন গড়ার সহযাত্রী হবে ‘ধানশালিক’ ইনশাআল্লাহ। সবাই ধানশালিকের জন্য দোয়া করবেন এবং নিজেকে জানা-বোঝার জন্য ধানশালিকে লিখবেন । প্রিয় তারুণ্য : নিয়মিত ধানশালিক পড়ুন এবং পাশে থাকবেন । সবার জন্য অজস্র শুভ কামনা এবং ভালোবাসা ।
ধন্যবাদ এবং শুভ কামনায়...
জাহাঙ্গীর হোসেন বাদশাহ
সম্পাদক, ধানশালিক ।