শরতের দহনকাল



শরতের দহনকাল
রফিকুল নাজিম

শরৎ এলো শিউলিতলায়-শরৎ এলো মনে
শরৎ এলো উদাস হাওয়ায়-গহীন হরিৎ বনে, 
শরৎ এলো ঝিলের ধারে-শাপলা শালুক জলে
শরৎ এলো ছাতিম ফুলে-হঠাৎ প্রেমের ছলে।

শরৎ এলো সবুজ মাঠে-আমন ধানের হাসি
অশ্রু মুছতে আকাশ জুড়ে সাদা মেঘের রাশি,
কাশবনে ফুলে ফুলে-মাতাল প্রেমিক কবি
চাঁদের বুঁড়ির সুতা বেয়ে-নামে জোছনা পরী।

তাল পিঠার গন্ধে নাচে-সারা বিনোদপুর
পাখির গলায় ঢেউ যে তুলে-প্রিয়হারা সুর,
শরৎ আসে শরৎ যায়-আমার ঘরে মেঘ
শরৎ বলে,'বিরহ মনে তাহার কথা লেখ।'

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট