শব্দমালা : শোয়াইব শাহরিয়ার

 


শব্দমালা

শোয়াইব শাহরিয়ার 



প্রেম


নদীর পাশে জীবন

পাখির কিচিরমিচির

আহবান-

এসো, নত হও।


তারপর-

ভেতরে প্রবেশ

উপচে পড়ে ঢেউ

আহ্লাদে মেতে ওঠে উপাসনালয়। 


তথাপি, উষ্ণতা- শীৎকার- আহ, উহ, আহ!

তথাপি, জীবন- পতন্মুখ- ইশ, ইয়াহু...ইশ!


তথাপি-

হৃদয়ের নিভৃত কোণে প্রতিধ্বনিত হয় প্রেম!



সাক্ষী 


আমি বৃক্ষ হয়েছি

পাড়ার কেউ জানে না

পাখি, তুমিও জানো না

উড়াল শেষে

ফিরবে বলে

বৃক্ষ হয়েছি;

ব্যাধিগ্রস্থ জেনেও

ফিরবে বলে

মহাকালের সাক্ষী হয়েছি...



দংশন


টিনের বুকে

বৃষ্টি পড়ার শব্দ

হাতুড়ি পেটার মতো

নীরবে সহ্য করে প্রেমের দংশন;


আজকাল, 

হাতুড়ি পেটার শব্দে তোমার কথা মনে পড়ে!



সম্পর্ক 


সেতু গড়েছি সম্পর্কের সুতোয় 

একটু-একটু করে

সকাল-বিকাল-সন্ধ্যা-রাতে

যখনি পেয়েছি সময়, 

গড়েছি কী ভীষণ উৎসাহে!

আজ দেখি সেতু আছে

সুতো আছে

প্রবাহিত নদী আছে

নেই কেবল তুমি আর আমি...



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট