করোনা বিষয়ক গদ্য



কেমন লেখি জানিনা।সমসাময়িক প্রসঙ্গ নিয়ে ভাবতে ভালো লাগে বলেই কবিতার জমিনে চাষবাদ করতে আসা।করোনা নিয়ে অনেক ভাইরাল হয়েছি।আসুন আমরা মুক্তির পথ খুঁজি

মানুষ তো তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তবে কেন আমরা এতো ভীতুগ্রস্ত? আমরা কি হেরে যাবো? মানুষকে
কখনো হারতে শিখিয়েছে হেরা পর্বতের আলোক
আমি তো জানি মানুষ হেরে যায় অবিশ্বাসের দায়ে

কোথায় ছিলাম জন্মের আগে?কিভাবে এলাম এই পৃথিবীতে? আবার কোথায় চলে যাবো?নাকি অন্য কোনো রূপে অন্য কোনো বেশে ফিরে আসবো? কখনো কি ভেবেছি হে অন্ধ মানুষ?

বিজ্ঞান আমাকে আধুনিকতার অলংকার পড়িয়ে দিতে পারে কিন্তু রূহ জগতের ডানার কাছে ঠিকই পরাজিত।জন্ম-মৃত্যুর রহস্য নিয়ে ভেবে কি পেলো মানুষ? বরং তাঁর কাছেই ফিরে এসেছি বারবার।

অতপর নিজের ভিতরেই ভ্রমণ করুন।দেখবেন - পৃথিবীর সব আলো খোলে দিয়েছে উন্মুক্ত দ্বার।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট