শাল বিষয়ক আলোচনা



শাল বিষয়ক আলোচনা
সাজিদুর রহমান

কবিতায় উঠে আসে সে এক জীবননর্দমা থেকে উড়ে যায় কলমের নিভ। সে যেন এক হাতিয়ারবিদ্ধ করে বুকের পাঁজর,তুলে আনে রক্তিম পতাকা। শালএ বলা হয়েছে প্রেমিকার বাসরের কথা, বিচ্ছেদের কথা, প্রণয়ের কথা। জীবন কি কেবল লেখে বেদনার কপাল? সে প্রশ্নের উত্তর খুঁজতে হয় শালের ওমে! শাল সেই গৃহ, যেখানে বেড়ে উঠেছে হলুদ পাহাড়, শাল সেই দ্রুতগামী চলন্ত নৌকা, যার বৈঠায় পার হয়ে যায় গোপন আঘাত।

দীর্ঘকায় পথে জীয়ন্ত হয়ে উঠে মরা গাছ। নষ্ট হয়ে গেছে বিষধর পা। সে পা কি কেবল চষে বেড়ায় সুখের বাসর? প্রেমিকা কি তার বাসর রাতে ভাবে সে সকল ব্যক্তিগত দুঃখের কথা যা সে অনামিকা ছুঁয়ে বলেছিলো?

শাল সেই অগ্রসর পটচিত্র, যার পরতে পরতে সেজে উঠেছে গভীর আক্ষেপ, লুকায়িত ব্যাথার প্রতিচ্ছবি।

বইয়ের নাম : শাল
ধরণ : কাব্যগ্রন্থ (পিডিএফ)
কবি : ইসরাফিল আকন্দ রুদ্র
প্রকাশনা সংস্থা : পোয়েট এন্ড মিসক্রিয়ান্ট প্রকাশনী
মূল্য : বিনামূল্য। ফ্রি।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট