শব্দমালা : মোহাম্মদ আবদুর রহমান



শব্দমালা
মোহাম্মদ আবদুর রহমান

হার জিত

আমি হেরে গেছি
তুমি আমাকে পারোনি হারাতে
কারণ তোমাকে আমি ভালোবাসী
তোমার হার আমার লজ্জা
আর তোমার জয় আমার আনন্দ।


শপথ

শপথ করেছিল
আগুনে পুড়লেও সরাবো না হাত
দুটি হাত একসাথে থাকবে সারাজীবন
আর আলো দেখে সরিয়ে নিলে
যদিও সামনে হাতছানি দেয় সোনালী ভবিষৎ।


ক্ষত

জীবনের সকল ক্ষত
শুধু তুমি পারবে মুছে দিতে
কিন্তু তা করবেনা
কারণ এই ক্ষত গুলি দেখার জন্য
জ্বালিয়ে ছিল আগুন
আর গুনেছিলে প্রহর।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
শাল বিষয়ক আলোচনা
পরবর্তী পোষ্ট