আদিমতার গোলবাহার

 



আদিমতার গোলবাহার

সৌর শাইন


মানব সমাজ থেকে দূর বহু দূরে এই পলায়নপর জীবন! প্রাণবায়ু হাতের মুঠোয় বন্দি। আশঙ্কার ঘোর কাটে না, দুঃস্বপ্নেরা ঢেউ তোলে। খুন ও ক্ষুধার হিশেব কষে জীবন যখন জটিল ধাঁধা তখনও সে বুকের ভেতর বহন করছে এক টুকরো পৈশাচিক হৃদয়, আদিমতার ধর্ষকামি নেশা। এই পাহাড় অরণ্যের গহীন জগতে জড়িয়ে আছে সুহিত মন্ডল। মিশে আছে জড়াজড়ি করে। একখ- মৃত্যু স্মৃতির ভেতর মরে মমি হয়ে আছে। এই বন্য ভুবনে শাল পাতার বুকে বিক্ষিপ্ত শিরা-উপশিরা দেখে সুহিত মন্ডল প্রায়ই বলে, অভিশপ্ত জীবনের গতি পথ বড়ই বেঁকাতেড়া!

বক্ররৈখিক পথ ও পায়ের দাগ একজন আরেক জনের প্রতিপক্ষ না হলেও ওদের দূরত্ব অনেক। চেনাজানা সীমারেখার মধ্যে সাক্ষাত ঘটে বিচিত্র সময় ক্ষণিকের ইচ্ছায়। দু’পক্ষের বোঝাপড়া ততটা সহজ নয়, তবু একদিন জাগতিকভাবে চিনে নেয় পরস্পরকে। সবুজের যে সংসার হালকা বাতাস পেলে খলখলিয়ে হাসে সেখানে সভ্য জগতের মানব সন্তানের পা যুগল একদিন শুকনো পাতার বুক ভেঙে মর্মর ধ্বনি তোলে। মুক্ত আনন্দ এখানে পরম পাওয়া। অরণ্য ও কারার তফাৎ কতটা মধুর তা কেবল সেই ফেরারিই বুঝতে পেরেছে।

শেষ বিকেলের চিহ্ন মিলিয়ে যাবার পরপরই অসুস্থ সুহিতের পেটে ক্ষুধা কামড় বসায়। কয়েকদিনের মরা ক্ষুধাটা আজ জেগে ওঠেছে। চারপাশে তাকিয়ে সে গোলবাহারকে খোঁজে। পুরনো থলে থেকে ছত্রাকজমা কয়েকখ- হরিণের শুকনো মাংস বের করে চিবুতে থাকে। সাথে যোগ করে কাঁচা কলা ও পাহাড়ি মাটি। কয়েকমাস আগের মাংস তেতো লাগছে খানিকটা। শুকানোর সময় যে লবণটুকু মাখিয়ে ছিল, সেটা যেনো উধাও। আহা লবণ, অরণ্যে বড় দুর্লভ বস্তু! কত ঝুঁকি নিয়ে চুরি করতে হয় সমুদ্রপাড়ে চাষীদের ক্ষেত থেকে। জ¦র মাখা জিহ্বায় মাংসের সাথে সাথে কাঁচা কলার স্বাদ মিশে এক বিচ্ছিরি রকম ছোঁয়া এনে দেয়, ভেতর থেকে নাড়ি ভুরি ছিঁড়ে বমি আসতে চায়। তবু সুহিত গলার ভেতরে খাদ্য বস্তু ঠেলে দিতে থাকে, ক্ষুধা দমাতে প্রাণপণ চেষ্টা করে। বাঁশের চোঙা ভরে পানি পান করে। ক্ষুধাবৃত্তির বন্য পথে সুহিতের অনন্য আবিষ্কার টক-মিঠা স্বাদের এক জাতের পাহাড়ি মাটি, যা ওর কাছে পাকা বাঙি ফলের মতো লাগে। তিন কিলোমিটার দূরে দুটো ছোটো পাহাড় আছে, যেখানে পাওয়া যায় এই সুস্বাদু মাটি।

সুহিতের পায়ের ব্যথাটা আজ বেশ কমে এসেছে। শরীরটাও ঝরঝরে লাগছে। গত দিন দশেক আগে শুয়োর শিকারের সময় পাহাড়িদের ছোঁড়া তীর এসে বিঁধে সুহিতের বাঁ পায়ে। পেশির মাংস ছেদ করে তীরের অগ্রভাগটা খানিকটা বেরিয়ে আসে। সুহিত বড় বিপাকে পড়ে তখন। প্রাণ বাঁচিয়ে অতি কষ্টে লুকাতে হয় ঝোপের ভেতর। ধরা পড়লে হয়তো তাকে ওরা জীবন্ত পুড়িয়ে খেত। এই সব বনমানুষদের কাছে সব প্রাণিই খাদ্য স্বরূপ! ঝোপে দীর্ঘ সময় ঘাপটি মেরেছিল, বিপদ কেটে যাবার আভাস পেয়ে সে গুহায় ফেরার পথ ধরে। তীরটা উল্টোভাবে টেনে বের করা ছিল খুবই কষ্টকর, তীরের মুখে সূঁচালো খাঁজগুলো মাংস ছিঁড়ে বের হতে চায়। বার কয়েক চেষ্টায় ব্যর্থ সুহিত নিরুপায় হয়ে মাংস কাঁচি দিয়ে কেটে জীবন উদ্ধার করে। তারপর এক অজানা চিকিৎসায় নিজেকে সমর্পণ করে। কলাগাছের শুকনো বাকল প্যাঁচিয়ে ব্যান্ডেজ বাঁধে, এতে রক্ত পরা রোধ হয়। আর বাড়তে থাকে ব্যথা, জ¦রসহ গোটা শরীর ব্যথায় গ্রাস করতে সময় লাগে কয়েকঘণ্টা। প্রতিদিনই বনের নানা লতাপাতা চিবিয়ে ক্ষতস্থানে লাগিয়ে আসছে। বিগত মুমূর্ষু দিনগুলিতে সুহিতের পাশে ছায়ার মতো ছিল গোলবাহার। সাধ্যমত জুগিয়েছে মুখের আহার, যতœ ও সোহাগ। যা সুহিতকে ভীষণ রকম অবাক করেছে। কতটা ভালোবাসা হলে এভাবে পাশে থাকা যায়।

শরীরটা সামান্য সতেজ হলেও, পায়ের ক্ষতটা এখনো পুরোপুরি শুকায়নি। সেলাইয়ের অভাবে মাংসের ফাটলটা জোড়া লাগেনি, স্পষ্ট দেখা যায় ভেতরটা কাঁচা, টকটকে লাল। ভাগ্য বিড়ম্বিত সুহিতের কাছে এটা রহস্যময় হাসির মতো লাগছে। এই ফাটল আরেকটা দৃশ্যকে চোখের সামনে তোলে ধরছে বার বার, সেটা এক নারীর যোনি, ঠিক এভাবেই ভাঁজ খোলা রঙিন চাকতির মতো ছিলো, যা সুহিতের মগজে আজও লেপ্টে আছে। নির্দয় দৃশ্য, অথচ সুহিতের মনে বেদনার লেশ মাত্র জন্মেনি, জাগেনি দুঃখবোধ কিংবা অনুশোচনা।

চারপাশ অন্ধকার হলে চাঁদের আলো উঁকি দেয় গুহার আঙিনায়। সুহিত গোলবাহারের অপেক্ষায় চারপাশটা লক্ষ্য করে। এক সময় দূর থেকে শিস তরঙ্গে গোলবাহারের অস্তিত্ব বোঝা যায়। একটা বনমোরগ শিকার করে নিয়ে এসেছে।

কাছে আসতেই সুহিত গোলবাহারকে জড়িয়ে চুমু খায়। নিভু নিভু উনুনে শুকনো কাঠ পাতা মেলে ধরে। আগুন উসকে এলে মোরগটা সেখানে ধরে। পোড়া মাংস খেতে খেতে সুহিত বার বার কামার্ত হয়ে তাকায় গোলবাহারের দিকে। গোলবাহার নিশ্চুপ ভঙ্গিতে গোলগাল হয়ে বসে আছে পাশে। রাত বাড়তে বাড়তে জমানো তেষ্টা উথলে জাগে সুহিতের শরীরে। চুমু খেতে খেতে বলে, বউ ব্যাপার কী? আজ কি একটু বেশি খেলে নাকি? মুখে মাছের গন্ধ পাচ্ছি। আমার কথা কি মনে পড়ল না? আগামী পূর্ণিমাতেই আমরা আবার সাগরপাড়ে যাইবো। মাছ ধরার মজবা জমাবো। হা হা হা..

সুহিতের একচেটিয়া কথায় নিরুত্তর গোলবাহার, নিজের মাটিমাখা শীতল শরীরটা নিস্তেজ ভঙ্গিতে ছেড়ে দেয়। কামনার শিখা জ্বেলে সুহিত শরীর জুড়ে পেঁচিয়ে নেয় গোলবাহারকে। হাতের ছোঁয়া গোলবাহারের শরীরে ঢেউ খেলে যায়, একটু একটু খোলস উপড়ে নেয় সুহিতের নখের আঁচড়। ফোঁস ফোঁস নিশ্বাসের উঠানামা ও ঘাম ঝরা পাইথন প্রেম ছড়িয়ে পড়ে চারদিকে।

সুহিত হাতড়ে খুঁজে গোলবাহারের যোনি, কিছুটা সময় আঙুল নাড়াচাড়া করে ভেজা পথে ঠেলে দেয় পুরুষাঙ্গ। আঁতকে ওঠা গোলবাহার ছুটে যেতে পারে না, বরং সুহিতকে প্যাঁচিয়ে রাখে নিরুপায় হয়ে। ঝড়ো রাতের দুঃস্বপ্ন মনে উথলে ওঠে। কাঁচাদিনের এক অপরিণত সংসার এই ভুবনে কেমন করে গড়ে ওঠল?

খুনি পরিচয়ের এই আত্মগোপন যে মৃত্যু অবধি থাকবে তা সুহিত বুঝে নিয়েছে। দূরের ঐ বটগাছে ঝুলে থাকা শত শত ঝুরের মতো চোখের সামনে দোল খাচ্ছে ফাঁসির রশি। প্রতিকূলতার গোলকধাঁধায় এই বন্য ঐশ^র্য ও পাহাড়ের বুকে ক্ষতময় গুহাকে সবচেয়ে বড় আপন ভাবে সে। বুনো জীবন মানে মৃত্যুর পাড় ঘেঁষে চলা, তবু সে এখানে বীরত্ব ও রাজত্ব কায়েম করে নিয়েছে। আর একাকিত্বের দরিয়ায় একমাত্র সাথী গোলবাহার।

বছর পাঁচেক আগে, এক মৃত্যু খেলার রাতে সুহিতের সাথে গোলবাহারের পরিচয়। ঝড়ো বাতাসের ভেতর জেল পালানো পথিক তখন ছুটছে অজানা গন্তব্যে। ছুটন্ত পথে সে এক পঙ্গু ভিক্ষুকের মাথা ফাটায় কয়েদি পোশাক বদলে নেবার উদ্দেশ্যে। ভিক্ষুক সোজা কথায় দিতে চায়নি, তাই লাঠির আঘাতে অচেতন করে শরীর থেকে কেড়ে নেয় একটা লুঙ্গি ও ছেঁড়া শার্ট! উলঙ্গ ভিক্ষুককে ঠেলে রোডের পাশে গাড়ির আড়ালে রেখে ছুটতে থাকে। শহরের শেষ প্রান্তে এসে পায় নির্জন সমুদ্র তটে। উত্তাল সমুদ্রে যে সাইক্লোন জেগেছে সুহিত তা জানতো না। হঠাৎ আবহাওয়া অধিদপ্তরের মাইকিং কানে আসে, বুঝতে পারে দশ নম্বর বিপদ সংকেত চলছে। উপায় না পেয়ে সুহিত ছুটতে থাকে পুবের পাহাড়ের দিকে। ততক্ষণে সাগরের বিক্ষুব্ধ পানি ছুটে এসেছে পাড়ে। ঢেউয়ের উচ্চতা বেড়ে উঠেছে। কিছু বুঝতে পারার আগেই সুহিতকে ভাসিয়ে নিয়ে পাহাড়ের গায়ে ঠেঁকায়। অনেক কষ্টে সে একটার পর একটা গাছ জড়িয়ে ধরে। হিং¯্র ঢেউয়ের আঘাতে হঠাৎ হাত আগলা করে দেয়, ঢেউ তবু সুহিতকে ছিনিয়ে নিতে পারে না। বুঝতে পারে গাছের ফাঁকে বা কোথাও একটা পা আটকা পড়েছে। প্রকৃতির আশির্বাদে বেঁচে যায় সুহিত, প্রচ- লড়াই করে আবার জড়িয়ে ধরে গাছটা। ঘণ্টার পর ঘণ্টা এভাবে জড়িয়ে থেকে টিকিয়ে রাখে প্রাণবায়ু। পরনের লুঙ্গিটা নিমেষে উধাও হয়ে যায়। পরদিন ভোরে ঝড়ের তেজ কমে আসে, কিন্তু পানি থৈ থৈ করছে চারপাশে। এক সময় সুহিত বুঝতে পারে যে আকাশমণি গাছটি ধরে আছে সেখানে গাছের সাথে সে এক বিশাল অজগরকেও জড়িয়ে রেখেছে। তার একটা পা আটকে আছে অজগরের শরীর ও গাছের প্যাঁচের মাঝখানে। এই আটকে থাকাটাই ওর শরীরকে ধরে রেখেছে। প্রথমে সুহিত ভয় পেয়ে কাঁপতে থাকলেও, এক সময় অজগরটার চোখের দিকে তাকিয়ে দেখে নিশ্চল ভঙ্গি ও বেঁচে থাকার আকুতি। ঝড়ো হাওয়ার সাথে পানির ¯্রােত অপ্রতিরুদ্ধ হয়ে আছড়ে পড়ছে। মৃত্যু যে কতটা কাছে এসে দাঁড়িয়েছে তা সহজে দেখতে পায় সে। বেলা দুপুর হতেই পানি নামতে শুরু করে তুমুল বেগে। সুহিত গাছটাকে শক্ত করে জড়িয়ে রাখ্,ে হঠাৎ ওর মনে হয় কেউ ডান হাত ও শরীর সুদ্ধ টেনে নিয়ে যাচ্ছে স্রোতের পেছনে। হাতের দিকে তাকাতেই সুহিত দেখতে পায় ওটা আরেকটা অজগর, আকারে ছোটো, শরীরের অর্ধেক অংশ পানির সাথে চলে যাচ্ছে, বাকি শরীরটুকু সুহিতকে পেঁচিয়ে ধরার আপ্রাণ চেষ্টা করছে। সুহিত নিজেকে রক্ষা করার জন্য জাপটে ধরে গাছ, আর ডান হাতে খাবলে ধরে অজগরটাকে। কোনোক্রমে পানির ¯্রােত থেকে সাপটাকে টেনে আনে। কাছে আসতেই অজগরটা সাধ্যমতো সুহিতকেসহ গাছটা জড়িয়ে ধরে। গোটা দিন ও রাত পেরিয়ে আবার সূর্যোদয় হয়। ক্ষুধার্ত মৃত প্রায় সুহিত দেখে পানি অনেক দূর নেমে গেছে। নিজেকে দেখতে পায় মাটি থেকে বিশ-পঁচিশ ফুট উপরে আকাশমণির মগডালে। দুটো অজগর সাপ তার পাশেই আছে। সুহিতের আটকে থাকা পা বার বার টেনেও বের করতে পারে না। কি কঠোর ভঙ্গিতে গাছটাতে লেপ্টে আছে অজগরটা, কোনো খোঁজই নেই। জোর জবরদস্তি চলতে থাকে, ছোটো অজগরটা খানিক সরে গিয়ে সুহিতকে হাঁফ ছেড়ে বাঁচার উপায় করে দেয়। একটা সময় সুহিত বুঝতে পারে বিশাল অজগরটা আসলে মৃত, মারা পড়েছে হয়তো ঝড়ের রাতেই। আর মৃতদেহ ও গাছের প্যাঁচে আটকে আছে সুহিতের পা। বহুক্ষণ টানাটানির পর হঠাৎ পা বেরিয়ে আসে ও মুহূর্তে কাঁদাজলে লুটিয়ে পড়ে সে, সাথে ছোটো অজগরটাও। এই সাপটা আকারে আট-নয় ফুটের মতো হবে। অবুঝের মতো সাপটা সুহিতকে আশ্রয় ভেবে আবারও জড়িয়ে ধরে। এবার আর সহ্য করতে পারে না সে, ভয়ে পঞ্চ ইন্দ্রিয় নিশ্চুপ হয়ে আসে। জ্ঞান ফেরার পর দেখতে পায় সাপটা ওর কাছে কু-ুলি পাকিয়ে বসে আছে। সুহিতের মনে পড়তে শুরু করে জেল পালানো স্মৃতি। তখনই সে ছেঁড়া শার্ট কোমরে প্যাঁচিয়ে ছুটতে শুরু করে পাহাড়ের ওপাশে। সাথে ছুটতে থাকে সাপটাও। কিছুদূর যাবার পর সুহিত থমকে দাঁড়ায়, অজগরটা এভাবে পিছু নেবার কারণ কী? করুণ চাহনিতে ফুটে ওঠে আকুতি। নির্দয় সুহিতের মাঝে মায়া জাগে। বুঝতে পারে মা হারা এই জীবটা এখন তাকেই আপন ভাবছে। অজগর নির্বিষ তাই ভয় অনেকটা স্তিমিত হয়ে আসে। সেদিন থেকে দু’টি প্রাণিই চলতে আরম্ভ করে অজানা অরণ্যে।

দিন কুড়ি পরে সুহিত পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, পায়ে ব্যথাটার অস্তিত্ব আর থাকে না। শরীরে ফিরে পায় পুরনো তেজ। জীবন ও স্পর্শের সঙ্গী গোলবাহারকে নিয়ে আগের মতো দিন কাটছে। দুপুর কিংবা বিকেলের দিকে ওরা শিকারে বের হয়। বন্য ছাগল, হরিণ ও শুয়োর ওদের প্রধান টার্গেট। যে পথ দিয়ে বন্য প্রাণিরা দল বেঁধে যায়, বল্লম হাতে সেখানে হামলা করে সুহিত। এই বল্লমগুলো সে শাল গাছের ডাল সূচালো করে তৈরি করেছে। গোলবাহারের শিকার কৌশল ভিন্নরকম, গরমের সময় যেসব গাছের ছায়ায় বন্য প্রাণির পাল এসে বিশ্রাম নেয়, কিংবা জলাশয়-ঝর্ণার ধারে পানি পান করতে আসে সেসব স্থানে গোলবাহার ঘাপটি মেরে বসে থাকে। শিকার কাছে এলে সুযোগ মতো প্যাঁচিয়ে ধরে, শ^াসনালী বরাবর প্রচ-রকম চাপ দিতে থাকে, আর একটু একটু শিকারের শরীর গিলতে থাকে। এছাড়া চল্লিশ-পঁতাল্লিশ কিলোমিটার দূরে সমুদ্র পাড়েও ওরা ছুটে যায় মাছের সন্ধানে।

প্রতিদিনই বিকেল ঘনিয়ে এলে সুহিত ও গোলবাহার শিকারে বেরিয়ে পড়ে। যেসব পাহাড়ে হাতি থাকে সুহিত সেদিকে ভুলেও যেতে চায় না। পাহাড়ি হাতি ভীষণ রকম রগচটা! ওদের অঞ্চলে কারোর উপস্থিতি সহ্য করে না। হাতির হিং¯্রতার কবলে একবার এক পাহাড়ি যুবকের করুণ মৃত্যু হয় সুহিতের চোখের সামনে।



সূর্য পশ্চিমে হেলে পড়েছে। একদল শেয়াল এসে ভিড় করে সুহিতের সামনে। অতি আগ্রহ নিয়ে গোলবাহারকে দেখতে থাকে, যেনো এখুনি হামলে পড়বে। সুহিত বল্লম দেখিয়ে চেঁচাতেই শেয়ালগুলো পালায়। সবকিছু ভুলে একমনে খুব ধীরে এঁকেবেঁকে চলতে থাকে গোলবাহার, সুহিত বল্লমটা কাঁধে নিয়ে হাঁটে। কয়েকটা পাহাড় ডিঙিয়ে ওরা ক্লান্তির নিশ^াস ছাড়তে থাকে। মাথার উপর ঝাঁকে ঝাঁকে ঈগলের আনাগোনা। দীর্ঘ সময় ধরে চিৎকার চেঁচামেচিতে মাতিয়ে রেখেছে গোটা এলাকা। হঠাৎ উপর থেকে বিশাল এক ঈগল ওদের দিকে তেড়ে আসে। বিপদ বুঝতে পেরেই সুহিত বল্লম উঁচিয়ে আঘাত করে, আর তৎক্ষণাৎ ঈগলটা বিঁধে বল্লমের অগ্রভাগে। অনাকাক্সিক্ষত এই ঘটনায় চমকে ওঠে গোলবাহার। কয়েকগুণ উচ্চ শব্দে চিৎকার করে অন্য ঈগলগুলো, তবে একজন সঙ্গীর করুণ পরিণতি দেখে ভয়ে আর এগিয়ে আসতে পারে না, বরং অন্যদিকে উড়তে থাকে। সুহিত নিথর ঈগলটা গোলবাহারের দিকে ছুঁড়ে দেয়। গোলবাহার ক্ষিপ্ত গতিতে ঈগলটাকে আষ্ঠেপৃষ্ঠে প্যাঁচিয়ে ধরে। চির শত্রুকে পেয়ে সে যেনো রোষানল ঢালছে।

সুহিত বলে, বউ এমন করলে চলবে? ওটাকে তো শায়েস্তা করেই তোমার কাছে পাঠালাম, আর নতুন করে কী মারবে?

ঈগলটা গিলে গোলাবাহার সেই চির চেনা ভঙ্গিতে এগোতে থাকে।

সুহিত মুগ্ধ হয়ে গোলবাহারের ছুটে চলা দেখে। কি আশ্চর্য রূপ! শরীর জুড়ে বিচিত্র রঙিন নকশা! হলুদ, ধূসর, সাদা, কালো, সবুজ নানা রঙের সমাহার! উনিশ-বিশ ফুটের বিশাল দেহের মাঝে রিংয়ের ভেতর ডায়ম-ের মতো ছোপ চিত্র, আর মাঝখানে ধূসর রঙের প্রলেপ। ছোপগুলোর আশপাশে ফোঁটা ফোঁটা কালচে দাগ!

সুহিত নিজেকে মাঝে মধ্যে প্রশ্ন করে বসে, কেনো তুই মানুষ হয়ে জন্মালি? মানুষ হয়েই যদি জন্মাবি, তবে মনের ভেতর কেন এক অমানুষের আত্মা বসবাস করে? মনুষ্য সমাজ কেন তোকে ঠেলে দিলো অপকর্মের পথে? কেনইবা পিতা-মাতা বলে কিছু নেই তোর ভাগ্যে? আসলে তোর মানুষ হওয়াটাই ভুল, তার চেয়ে সে যদি রেটিকুলেটেড পাইথন হইতি, তাহলে এক সুখের সংসার সাজাতে পারতি গোলবাহারের সাথে। প্রেমের সুখ তরঙ্গে শরীর জুড়ে পরিণত বাণ ডাকতে পারতি।

এসব আত্মকথনে সুহিত বিশ্রী বিকৃতভাবে হাসে, নিজের ভেতর নিজেকে বিদ্রুপ করে, নিজেকে অপদস্ত করে কুরুচিপূর্ণ আনন্দ লাভ করে। অথচ, সুহিত জন্মেছিল নি®পাপ শিশু হয়ে, এই পুঁজিবাদী ভোগবাদী কুৎসিত পৃথিবী তার উপর চাপিয়ে দিয়েছে পাপাচারের বোজা, মনুষ্যত্বহীনতার তকমা! কে সুহিতের মা? কে সুহিতের বাবা? কেনোই বা ওরা সুহিতের সাথে এমন আচরণ করল? কী উত্তর দেবে সভ্য মানব সমাজ? কোনো উত্তর নেই। বরং আরো অজ¯্র সুহিত নির্মাণের পথ উন্মুক্ত হয়ে আছে।

স্মৃতির কোটরে থাকা কিং কোবরার দংশন থেকে মুক্তি পেতে সুহিত ভিন্ন কিছু মনের ভেতর ঠাঁই দিতে থাকে। প্রথম নারী মাংস খুবলে খাবার স্মৃতি, যেখানে পুঞ্জিভূত নির্দয় হবার সীমাহীন নেশা। কখনো কখনো স্বেচ্ছায় নিজেকে নিয়ে অবাক হতে চায় সুহিত, ভাবতে চায় কি সুন্দর কুৎসিত বন্য জীবনে অভ্যস্ত সে। বার বার মনে করতে চায় গোলবাহারের সাথে সেই প্রথম সঙ্গমের কথা। সাইক্লোনের হাত থেকে বেঁচে ফেরার পর সুহিত অনেকদিন নানা জায়গায় ঘুরেফিরে খেয়ে না খেয়ে দিন কাটায়। তবু গোলবাহার সুহিতকে ছেড়ে কোথাও যায়নি। সারাদিন এদিক-সেদিক ছুটে বেড়ালেও, সন্ধ্যের পর ঠিক সুহিতের কাছে ফিরে আসে। এক সময় ওরা একটা গুহা খুঁজে পায়, যে জায়গাটা হয়ে ওঠে শীত কিংবা বৃষ্টিতে আরামদায়ক আশ্রয়। দেড়-দু বছর পর গোলবাহার সুহিতকে অবাক করে দিয়ে বেশ কিছু ডিম উপহার দেয়। যখন গোলবাহার শরীর থেকে ডিম বের করতে থাকে, তখন সুহিতের চোখ আটকে যায় গোলবাহারের প্রস্ফুটিত যোনিতে, পরিণত রূপে উজ্জ্বল! চিরকাল হিং¯্র কামনার ক্ষুধায় জর্জরিত সুহিত জীবনের এই শেষ প্রান্তে এসে নতুন সুখের পথ পায়। তারপর? শরীর উন্মত্ত হয় এক অচেনা জৈবিক সঙ্গমে। এদিকে গোলবাহার বছরে প্রতিবারই গুহার এক কোণায় ডিম পেড়ে তা দিচ্ছে, কিন্তু সে ডিম থেকে কখনো বাচ্চা বের হয়নি। সুহিত প্রায় সময়ই হেসে বলে, বউ, আমি তো তোমার বন্ধ্যা স্বামী, সন্তানের মুখ দেখবা কেমন কইরে? তারচেয়ে বরং, ভাল জ্ঞাতি স্বামী খুঁইজ্জা লেও। অথচ, গোলবাহার অবুঝের মতো কোথায় পালিয়েও যায় না, কোনো পাইথন পুরুষকেও খুঁজতে চায় না। কেবল যেন প্রেম খুঁজে পায় সুহিতের কাছে। এটা কি প্রেম নাকি কৃতজ্ঞতা না ছলনা? সুহিত ঠিক বুঝে না।

প্রায় রাতে ঘুমকালে সুহিতকে আক্রান্ত করে দুঃস্বপ্ন, মৃত্যু বার বার গলা টিপে ধরতে চায়। একখ- কাঁটা মাংস তড়পাতে থাকে চোখের সামনে। উরুর ভাঁজ খুলে কামনার পাপড়ি মেলে ধরা সেই নারীর শরীর হয়ে ওঠে প্রতিশোধ পরায়ণ! আর সুহিত হয়ে ওঠে ক্ষিপ্ত! তার ভেতর জগত সংসারকে ছিন্ন-বিছিন্ন, ক্ষত-বিক্ষত করে দেবার ইচ্ছে জেগে ওঠে। ধর্ষকামিতার প্রবল নেশা পেয়ে বসে। কখনো গোলবাহারকে শিশ্ন কামনা ও নখের আঁচড়ে ক্ষতাক্ত করে। কখনো শিকার করে আনা ছাগল বা হরিণের মৃতদেহ কেটে টুকরো টুকরো করে। আবার কখনো বল্লম হাতে নিয়ে নি®পাপ গাছ-গাছালির উপর নির্দয়ভাবে ধ্বংসলীলা চালায়।

পরিচয় বিহীন শিশু সুহিত বেড়ে ওঠেছিল নদী বন্দরের জনসমাগমের ভেতর। তাকে ¯েœহ দিয়ে ঠাঁই দিয়েছিল এক নিঃসন্তান উপজাতি বুড়ি। সে বুড়িই মৃত স্বামির নামে সুহিতের নাম রাখে। বুড়ির ছিল সামান্য আয়ের পথ, শহুরে বাসা-বাড়িতে চাঁপা শুটকি বিক্রি করা। বুড়ি যখন মারা যায় তখন সুহিতের বয়স আট। আবার সে বেড়িয়ে পড়ে পথে। এবার ঠাঁই পায় বন্দরের হাবিবুল্লা নামে এক মাছ ব্যবসায়ীর ঘরে। সুত্রাধারা ঘাটে হাবিবুল্লা নদীর পাড়ে সামান্য বাঁশ-বেতের ঘর বানিয়ে থাকে। তিনটা বিয়ে করলেও শেষ পর্যন্ত কোনো বউ থাকেনি। হাবিবুল্লার কাজের সহকারি হয়ে সুহিত বাড়তে থাকে। কারণে অকারণে ধমক ও গালমন্দ খেয়ে সে দিন কাটায়। দিন দিন হাবিবুল্লার কাজের ধরন পাল্টাতে থাকে, সে সুবাদে সুহিত শিখতে পারে কীভাবে ইলিশের পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচার করতে হয়। যখন হাবিবুল্লা কোনো মেয়েকে নিয়ে রাতে ঘরে আসতো, বালক সুহিতকে ঘরের বাইরে ঘুমাতে হতো। এভাবে ক্ষোভে দুঃখে সুহিত এগোয়।

একবার হাবিবুল্লার সাথে বিবাদ বাঁধিয়ে সুহিতচলে যায় বন্দরে কুলিগিরি করতে। সেখানে কুলিদের বিক্ষিপ্ত বিশ্রী আচরণ সয়ে একটা কৈশোর সে পেরিয়েছে, আবার ফিরে এসেছে হাবিবুল্লার ঢেরায়। লক্ষ্যহীন উল্কাপি-ের মত সুহিতের এখানে-সেখানে ক্ষুধার্ত বিচরণ। তারপর বিপথের চক্র এসে ঘুরতে থাকে তাস খেলার মাঠ ও মিনতি নামে এক নারীর শরীরে। রতন কুলির বিশ-বাইশ বছরের মেয়ে মিনতির বেশ্যাবৃত্তির কথা কলোনির সবাই জানত। কিশোর সুহিতও ডুবে কামের ঘোরে। মিনতির শরীর আস্বাদনের নেশা সুহিতকে আবেগী প্রেমিক রূপে আবিভূর্ত করে।

একরাতে হাবিবুল্লা মিনতিকে বিয়ে করে ঘরে আনে। এতে সুহিত মনে মনে ভীষণ চটে গেলেও, মিনতির শরীর কাছে পাবার সুযোগ চিন্তা তাকে আনন্দিত করে। হাবিবুল্লার অগোচরে সুহিত মিনতির শরীরে খুঁজে সুখের ধারা। একদিন হাবিবুল্লা পুলিশের হাতে ধরা পড়ে, তারপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

মিনতি ও সুহিত মেতে ওঠে দেহজ লীলায়। ওদের জৈবিক সম্পর্কের খবর সূত্রাধারা ঘাটের লোকজনের মুখে মুখে ছড়াতে থাকে। সব এড়িয়ে বয়সের ব্যবধানকে তোয়াক্কা না করে ওরা একদিন ঘর বাঁধে সুখের প্রতিজ্ঞায়। কয়েক বছর কেটে গেলেও কিন্তু মিনতির কোলে কোনো সন্তান আসেনি। তবে কামুক সুহিত স্বভাব আচরণ পাল্টাতে থাকে। তার মগজ ডুবে থাকে তাস খেলা ও বহুগামিতায়। মিনতিকে বাধ্য করে বাপের কাছ থেকে টাকা এনে দিতে। টাকা না পেলে শরীর কামড়ে ক্ষত-বিক্ষত করে তোলে। রতন কুলির মৃত্যুর পর সুহিতের বাজে আচরণ আরো বাড়তে থাকে। জুয়া খেলা ও নেশা দ্রব্যের রসদ যোগাতে মিনতিকে আবারো বাধ্য করে পুরনো বিপথে যেতে। নিরুপায় পতিভক্ত নারী মন খদ্দেরের সাধ মিটিয়ে যা পায় তাই তুলে দেয় সুহিতের হাতে, তবু রক্ষা পাওয়া দু®কর! এই অসহ্য নরক থেকে বাঁচার চিন্তা করে মিনতি, অবলম্বনযোগ্য পুরুষ খুঁজতে থাকে। ফেরিঘাটে বসে থাকা বৃদ্ধ পঙ্গু ভিক্ষুককে বিশ^াসের বশে কথা দেয়, সুহিতের ঘর থেকে পালিয়ে দূরের কোনো শহরে যেতে চায় ওরা। মিনতি ও ভিক্ষুকের ঘন ঘন সাক্ষাত সুহিতের দৃষ্টিগোচর হয়। প্রথমে সন্দেহ হয়, বৃদ্ধটা রতন কুলির আত্মীয় কেউ হয়তো, আর মিনতি সুহিতের চোখে ফাঁকি দিয়ে নিশ্চয়ই বৃদ্ধের কাছে টাকা জমাচ্ছে। ফেরিঘাটের বৃদ্ধকে প্রাণ হরণের ভয় দেখাতেই এক এক করে সব উগড়ে দেয়।

রাতে প্রকাশ পায় সুহিতের নির্দয় রগচটা দুর্ব্যহার। থাপ্পড়ের আঘাতে মিনতির চোখে রক্ত জমে যায়। নিরুপায় মিনতি বিদ্রোহিনী হয়ে রান্না ঘর থেকে পেঁয়াজ কাটার ছুরি সুহিতকে ছুড়ে মারে। বিপরীত চক্রে চকচকে ছুরিটা সুহিতের হাতে ওঠে। মনুষ্যত্বের পরাজয় ঘটিয়ে সুহিতের মাঝে দেখা দেয় পৈশাচিক রূপ! মিনতির শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। অবলা নারীর যোনি ও স্তন কেটে ঘরের মেঝেতে ছুড়ে ফেলে। রক্তাক্ত যোনির মাংস তখন গলা কাটা পাখির মত তড়পাতে থাকে, যে দৃশ্য এখনও সুহিতের চোখে দেখা দেয়।

টানা পাঁচ বছর জেলে কাটালেও আদালতের রায় তখনও আসেনি। সুহিত জেলের ভেতর দু’ধরনের দুঃস্বপ্ন দেখত, জজ রায় পাঠ করছেন, নৃশংসভাবে স্ত্রী খুনের অপরাধে সুহিত মন্ডলকে মৃত্যুদ- কিংবা যাবজ্জীবন কারাদ- দেয়া হলো! ঘুমের ঘোরে সুহিত আৎকে ওঠে! আবার কখনো সবকিছু ভুলে যেতে নিজেকে অসুর ভাবতে চায়, জগতের সকল অপকর্ম করার ইচ্ছে জেগে ওঠে। জেগে ওঠে নিজের ভেতরে তাড়িত দুর্দমনীয় কামাসক্ত রূপ! অসুরের মতো দাঁতে দাঁত এঁটে, গ্রীবার রগ ফুলিয়ে, দু’চোখ বিস্ফোরিত করে ফেটে পড়ে বীর্যস্খলনের চিৎকারে।

একসময় জেল পালানোর চিন্তা আসে। অসুস্থ হবার ভান করে হাসপাতালে যাবার সুযোগ হয়, আর জরুরি বিভাগে ভিড়ের মধ্য থেকে আচমকা দৌড়! তারপর তো সাইক্লোনের কবল! গোলবাহারের সাথে আজ অবধি সংসার!

গভীর পাবর্ত্য অরণ্যে এসে সুহিত ভুলতে বসেছে সভ্য জগতের জামা। বন্য প্রাণির শুকনো চামড়া এখানে পরিধেয়। চুল-দাঁড়ি-গোঁফ অনবরত বৃদ্ধি পেয়ে এক সময় জট পাকিয়ে একাকার হয়ে ওঠেছে। কাঁচা কিংবা পুড়ানো প্রাণিজ আমিষ ভক্ষণে শরীর উত্তেজনায় তপ্ত হয়ে উঠে আর রাতের পর রাত সুহিত জ¦লন্ত কামনার শিখা নিবেদন করে গোলবাহারের কাছে। শীতল প্রাণির শরীর চুমুতে চুমুতে ভরিয়ে তোলে, কখনো দাঁত বসিয়ে কামড়ে দিতে থাকে। প্রথম দিকে নারী মাংসের ক্ষুধা যখন সুহিতের মাথায় আসত, তখন নানা ভাবনা বিচ্ছিন্ন বলয়ে ঘুরত। কখনো ভাবত কোনো পাহাড়ি নারীকে তোলে এনে দিনের পর দিন ধর্ষণ করবে, মেটাবে মনের জ¦ালা। সুহিতের সে ইচ্ছে বার বার মাটি হয়ে যায়, যখন মনে পড়ে পাহাড়ি নারী-পুরুষ সবাই তীর চালনায় পটু। ধরা পড়লে সর্বনাশ! ওদের আচরণ বড় নির্মম! ভিন্ন গোত্রের যে কাউকে ওরা শত্রু ভাবে, ধরতে পারলে পুড়িয়ে খায়। কেবল বেঁচে থাকার নিমিত্তে সুহিত নিজেকে গুটিয়ে নেয়, গোলবাহারকে কাছে টানে।

গত কয়েকদিন ধরে গোলবাহার কিছুই খাচ্ছে না। সুহিত চেষ্টা করেও সফল হতে পারেনি। এই আচরণ ওর মধ্যে আগেও দেখা গিয়েছে। গোলবাহার না খেয়ে থাকলেও তো সুহিত নিজের কামনাকে দমাতে পারে না। রাতে যখন কামার্ত হয়ে চুমু দিতে থাকে, তখন নখের আঁচড় বসাতে থাকে শরীর জুড়ে, আঁচড়ে ওঠে আসে ছেঁড়া ছেঁড়া খোলস, খোলসের নিচে সুহিত খোঁজ পায় নয়া চামড়ার। বুঝতে পারে, এটা আবারো ডিম প্রসবের লক্ষণ! গোলবাহারের ক্ষুধা মেটাতে ভাল শুয়োর শিকার করতে হবে! ভাল শুয়োরের সন্ধান পাওয়া যায় দক্ষিণের দিকে। ভাবতে থাকে কালকেই সেদিকে যাওয়া চাই, মাথার ভেতর যখন এই ভাবনা ঘুরতে থাকে. তখন হঠাৎ সুহিতের মনে পড়ে সে এখন সঙ্গমে লিপ্ত! ভাবনা থেকে সরে এসে হঠাৎ সুহিত দ্বিগুণ তেজে জ¦লে ওঠে, মুখে অকথ্য ভাষায় গালি উচ্চারণ করতে করতে গোলবাহারের শরীরে নখের আঁচড় বসায়। আঁচড়ে আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে কাতরাতে থাকে নিরুপায় গোলবাহার।

শনঝোপের ভেতর শালগাছের ডালের সূঁচালো বল্লম ছুঁড়ে মারতেই নাদুসনুদুস শুয়োরটা লুটিয়ে পড়ে। সুহিত কাছে গিয়ে বল্লমটা টেনে বের করে। গোলবাহার আপন কায়দায় একটু একটু করে শুয়োরটা গিলতে থাকে। প্রায়ই বড় ধরনের শিকার খেয়ে গোলবাহার বিশাল পেট নিয়ে চলতে পারে না, দু’তিনদিন সেখানেই পড়ে থাকে। আজকেও তাই হয়েছে, শনঝোপে নিস্তব্ধ শুয়ে আছে। সুহিত অনেক বলে কয়েও গোলবাহারকে টলাতে পারলো না, গুহায় ফিরে আসতে হলো একা।

কিন্তু পরদিন সেখানে গিয়ে দেখতে পায় দাউ দাউ আগুন জ¦লছে। শনঝোপ ছাই হয়ে যাচ্ছে। এসব যে পাহাড়িদের কাজ সুহিত বুঝতে পারে, ঝোপ সাফ করে জুম চাষের ফন্দি। চারপাশ নিরাপদ কি না, তা একবার আঁচ করে এগিয়ে যায় সুহিত। ছাইয়ের ভেতর হাঁফাচ্ছে গোলবাহার! শরীর পুড়ে একাকার, লেজ ধরে টানতেই চামড়া ওঠে আসতে লাগলো। শেষে গাছের মোটা ডালের সাথে বেঁধে অনেক কষ্টে ঝর্ণার কাছে নিয়ে যায়। কাঁদাজলে গোলবাহারকে নামিয়ে শরীর ডুবিয়ে রাখে অনেকক্ষণ! তারপর টেনে আনে গুহায়। ফোসকা পড়া গোটা শরীর হরিণের চামড়া দিয়ে প্যাঁচিয়ে রাখে। সুহিতের মনে আশঙ্কা জন্মে গোলবাহার বাঁচবে না। কিছুদিন পর সে আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে ধীরে ধীরে গোলবাহার সুস্থ হয়। সুহিতের শরীর ও মনে ভীষণ যন্ত্রণা ধরিয়ে দিয়েছিল এই অসুস্থতা, কামক্ষুধার নেশা আসক্তি মানে না বারণ! মাটিতে শুয়ে অস্থিরতায় কাতরানো ছিল রাতের নিমজ্জতা। 

আবার যখন গোলবাহার স্বাভাবিকতায় ফিরে আসে সুহিত ডুবে যায় দেহজ খেলায়। কত শতবার সে আনন্দিত হয়েছে নিজেকে গুহামানব ভেবে ও পাইথন জগতের সাথে মানব শ্রেণির যৌনতার সেতুবন্ধন গড়তে পেরে। এটাকে সে নিজের ভাগ্যে সৌভাগ্য স্বরূপ বিবেচনা করে, জেলের ভেতর ফাঁসির দুঃস্বপ্ন দেখে পচে মরার চেয়ে এই জীবন বড়ই মধুর। এখানেও জৈবিতার সাধ মেটানোর পথ রয়েছে সে স্বাদ নারী ভক্ষণের চেয়ে কোনো অংশে কম নয়।

সুহিত কখনো কখনো নিরবে ভাবে, সে-ই প্রথম এই পৃথিবীর বুকে এমন দুর্লভ নিকৃষ্টতম ইতিহাস সৃষ্টি করেছে, নয়তো কখনো কি কোনো মানব সন্তান সর্পশ্রেণির সাথে এরূপ নগ্নসুধার পরিচয় দিতে পেরেছে? আবার ভাবে, হয়তো তার আগেও কোনো না কোনো পূর্ব পুরুষ নিশ্চয় এই ভাবেই কামনায় ডুবে ছিলে। নয়তো এই ভাবনা এই চিন্তা এই ক্ষুধা কেমন করে সুহিতের মগজকে বশ করল?

সবই প্রকৃতির নিয়ামক ও রহস্যে ভরা খেলা, যে খেলার অন্ত নেই। এই রহস্য সুহিত বুঝে না, জানে না, মানে না। কখনো কখনো প্রকৃতির বোকামি দেখে সুহিত মনে মনে বিদ্রুপ ভরা দৃষ্টিতে হাসে আর প্রশ্ন তুলে প্রকৃতি কি এই জগৎকে নিরপেক্ষভাবে বিচার করে? নয়তো মিনতির খ-িত মাংসের আর্তনাদের ফল কোথায় গেল? কোথায় গেল ফাঁসির রশি, কোথায় গেল যাজ্জীবন কারাভোগের শাস্তি? গোলবাহারের সাথে সঙ্গম শেষে প্রায় সময়ই সুহিত এসব ভেবে উচ্চস্বরে হেসে ওঠে। ফেরারি জীবনে সে যে বন্য জৈবিকতার পৈশাচিক সুখ অন্বেষণ করে নিয়েছে, এর কৃতিত্ব কেবলই তার।  

বর্ষা আসতেই গোলবাহারের আচরণে পরিবর্তন আসে, সুহিতের দেহজ দুনিয়া থেকে নিজেকে দূরে রাখতে চায়। কামনার রসনা বিহীন সবকিছুই সুহিতের কাছে বিষাদ ঠেকে। এদিকে গোলবাহার একটা একটা ডিম প্রসব করে গুহার কোণ বোঝাই করতে থাকে। একটা-দুটো নয় ষাট-পঁয়ষট্টিটা ডিম। সে ডিমের উপর কু-ুলি পাকিয়ে বসে থেকে ঘণ্টার পর ঘণ্টা তা দেয়। সুহিত বার বার ডেকেও কাছে টানতে পারে না। কয়েকদিন কেটে যায়, অনাহারে থেকে একমনে গোলবাহার ডিম ফোটানোর ধ্যানে বিভোর।

কাম আসক্তির ধ্যানে মগ্ন সুহিত গোলবাহারের এই আচরণ সহ্য করতে পারে না, রেগে আগুন হয়ে উঠে। টেনে হিঁচড়ে, গোটা কয়েকটা ডিম ভেঙে কাছে টেনে আনে কামের বাসনায়। চুপচাপ সহ্যের পরিচয় দেয় গোলবাহার। দিন কয়েক কেটে যায়, প্রতিনিয়ত চলতে থাকে অনিচ্ছার সাথে দেহজ সার্থের লড়াই। সুহিত এই বিপত্তি আর মানতে পারে না, গোলবাহার যে কেবলই তার ভোগ্যবস্তু, সেখানে শুধুই তার শিশ্নতন্ত্রের রাজত্ব! 

গোলবাহারের দুর্বলতা এই অকেজো ডিমগুলোর প্রতি, মাতৃত্বের আকাক্সক্ষা। সুহিত বুঝতে পারে এই জঞ্জাল সাফ না অবধি গোলবাহারের একরোখা আচরণ দূর হবে না। ডিমগুলো ধ্বংস করতে পারলে, নারীমনে আর কামের প্রতি অনিচ্ছা দেখানোর সাধ্য থাকবে না।

কুড়ি দিনের অনাহারে থাকা গোলবাহারকে অনেক চেষ্টা করেও কিছু খাওয়ানো যায়নি। সুহিত রেগে খুন! হামলে পড়ে গোলাবাহারের উপর, সংকুচিত যোনিকে যতটা সম্ভব বন্যনখের আঘাতে টেনে কেটে প্রসারিত করে। লেলিহান নিশ^াস নিতে নিতে ঠেসে দেয় রণার্দ্র ক্ষুব্ধ পুরুষাঙ্গ! বোবা আহাজারি নিয়ে যতটা সম্ভব নিজেকে রক্ষা করতে চায় গোলবাহার, সুহিতের পুরুষত্বের কাছে পারে না। নির্বিষ হবার বেদনা বুকে নিয়ে নিস্তেজ হয়ে পড়ে। কামনার ক্লান্তি দূর করতে সুহিত নিশ^াস ফেলতে ফেলতে বিরতি দেয়, এক চোঙা পানি গলায় ঢালে। এই সুযোগে গোলবাহার আচমকা সরে গিয়ে ডিমগুলোর উপর বসতে চায়। ক্ষুব্ধ কামার্ত সুহিত চিৎকার করে ওঠে, এক এক করে পায়ের তলায় পিষে ডিমগুলো ভাঙতে থাকে, গুহার মেঝেতে ছুঁড়ে ফেলে। ভাঙা ডিমগুলোকে জড়াজড়ি করে বাঁচাতে আপ্রাণ চেষ্টায় দিশেহারা গোলবাহার। ক্ষণিক বাদে ব্যর্থ হয়ে সে দূরে কু-ুলি পাঁকিয়ে বসে। কেটে যায় বেশ কিছুক্ষণ, এক সময় ডিমের পিচ্ছিল বিজলে একাকার গোলবাহার সুহিতকে প্যাঁচিয়ে ধরে পরম যতেœ!

আহ্লাদে সুহিত গোলবাহারকে জড়িয়ে ধরে, বউ, আমারে সোহাগ করো বউ, আরো সোহাগ করো...

তন্ময় হয়ে চোখ বুজে সুহিত। গোলবাহার সুহিতের চামড়ার উপর ঘষে গলাগলি করে গোটা শরীরে বিজল মাখিয়ে দেয়। সুহিত গোলাবাহারের পিচ্ছিল শরীরে খোঁজে ফেরে কামমহল যোনির সন্ধান, পায় না। যোনির অবস্থান সুহিতের উরু পেরিয়ে আরো উপরে, সুহিত বুকের উপর থেকে গোলবাহারের লেজ টেনে নামাতে চায়। পাইথন যোনিতে সে মানব শিশ্ন ঠেসে দিতে চায়, ঠিক তখনই গোলবাহার সুহিতকে প্যাঁচিয়ে শ^াসনালী বরাবর প্রাণপণ চেপে ধরে। ক্ষুধার্ত গোলবাহার বহুদিন পর বন্য শুয়োর শিকারের লড়াই করছে। যে শুয়োরকে জন্ম দিয়েছে মানুষের সভ্য বুর্জোয়া বিত্তশালী অপরাধপ্রবণ সমাজ। গোলবাহার শুয়োরটাকে মাথার দিক থেকে গিলতে গিলতে এগোয়...নিমেষে মিশে যেতে থাকে সাইক্লোনের ঝাপ্টা!




শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট