দু’টি কবিতা : হরিৎ বন্দ্যোপাধ্যায়


দু’টি কবিতা
হরিৎ বন্দ্যোপাধ্যায়


রোদ উঠলে

রোদ উঠলে আলগা হয়ে যাওয়া
গ্রন্থিগুলোর মধ্যে যে নিহিত অন্ধকার
সেখানেও রোদ এসে ছড়িয়ে পড়ে
সকালের ভুল বোঝাবুঝি থেকে উড়ে আসা মেঘ
জায়গাগুলোকে স্যাঁতস্যাঁতে করে রেখেছিল
রোদের গায়ে গা লাগিয়ে
এই প্রথম তারা উষ্ণতা পেল
সেখান থেকে একটা দু’টো পাখি
কোথায় যেন উড়ে গেল

উষ্ণতার স্পর্শ পাওয়া জায়গাগুলোতে
এই প্রথম পা রাখলাম
কেউ কোথাও নেই- সবাই যেন লুকিয়ে পড়েছে
শুধু না তাকানোর জন্য সমীকরণ
কী ভীষণ কঠিন হয়ে গেছে
পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, হাওয়া
কত কিছু ছড়িয়ে দিয়েছিল
আমরাও তো এরকমই কিছু চেয়েছিলাম
তা না হলে এতদূর পর্যন্ত গড়িয়ে আসবো কেন

রোদের বুকে উড়িয়ে দিই ঘুড়ি
যত খুশি সুতো ছেড়ে যাই
প্রত্যেকের দরজায় দরজায় রেখে আসি
                                                সাদা ক্যানভাস
নিজের খুশি মতো রঙ নিয়ে উড়ে যাও

রোদ উঠলে দেখতে পাই-
সবাই নিজের মতো করে রোদ্দুর আঁকছে ।



ফিরে আসছি

আমরা ফিরে আসছি
আমাদের হাতে কিছু নেই
আমাদের চলন দেখে কিছু বোঝা যাবে না
আমরা হাসছিও না
আবার খুব গম্ভীরও নয়
কী বুঝবেন এর থেকে ?
আমরা সফল না অসফল ?
ঠিক আছে, আমরা গোপন কথাটা জানিয়েই দিই-
আমরা সমস্ত হারিয়েই ফিরছি

তিনদিন আগেই এখান দিয়েই হেঁটে গেছি
তখনও আমাদের হাতে কিছু ছিল না
‘আমাদের’ ম্যাজিক শিখে
এখন আমরা বাড়ি ফিরছি
‘আমাদের’ বললেই
চোখের সামনে লক্ষ দরজা জানলা খুলে যায়
তপনদের জানলা দিয়ে মাধবদের,
মাধবদের জানলা দিয়ে মদনদের জানলা দেখা যায়
আফরোজদের ভাতের গন্ধ এসে
ভজনদের জল ফোটা হাঁড়িতে মিশে যায়
আমরা সমস্ত হারিয়েও
আমরা অনেক কিছু নিয়ে বাড়ি ফিরছি।

 ধানশালিক ইউটিউব চ্যানেল । সাবস্ক্রাইব করে পাশে থাকুন : https://www.youtube.com/watch?v=7_bEP0d9Rm4 

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট