অক্ষরমালা : চৌধুরী ফাহাদ




অক্ষরমালা
চৌধুরী ফাহাদ

এরপরেও

এরপরও সন্ধ্যা নামবে
এরপরও ফিরবে পাখিরা আকাশ নিয়ে
এরপরও চোখ-
লাল হতে হতে মিলিয়ে যাবে ছায়াদৈর্ঘ্যে
জ্বলে উঠবে ল্যাম্পপোস্টের চিবুক
হাত বাড়িয়ে পারাপার
শীত পড়বে খুব-
কুয়াশায় মুখ টেনে খালি হবে ফুটপাথ
ভবঘুরে টানে এরপরও
কমলাপ্রবণ ধীবর ছাতার নিচে ধীর হবে কোলাহল
প্রিয় নীরবতা
এরপরও সন্ধ্যা নামবে
অন্ধকারের দিকে মুখ করে আমি দ্যাখবো না কিছুই
প্রিয় নিঃসঙ্গতায় ছোঁব না কিছুই
আমাকে ছোঁবে না সে মুগ্ধহাহাকার
অন্ধকার-অন্ধকার
আমি ছোঁব না এই উদ্বেল মায়া- অসহ্য সুন্দর সংসার
এরপরও সন্ধ্যা নামবে-
এরপরও ঘর পালানো ডাক নিয়ে হাটে নামবে পশ্চিমতীর
পৃথিবী দ্যাখবে- পৃথিবীর দ্যাখবে
একজন যাযাবর শুভ্র চাদরে ঘর ছেড়ে ঘরে ফিরে আর দ্যাখবে না কিছুই
এরপরও সন্ধ্যা নামবে-
এরপরেও...


নিঃস্ব হবার শিরোনাম

একটা রক্তজবার হাত ধরে
ব্রহ্মা-ের গোপন দরজায় দিয়ে ঢুকে পড়ছি
নিজের গভীরে...
ফুল তাঁর মাহাত্ম্য ছড়াতে ছড়াতে ঝরে পড়ছে সহসা!
রাতরঙ নিয়ে কবি লিখছে অভিশপ্ত পঙতি-
যেখানে ঝরে যেতে যেতে জবা ছুঁড়ে গেছে তাসের শেষ দান,
নিঃস্ব হবার শিরোনাম..


ঈশ্বর সমীপে

চারিদিকে সীমান্ত অথবা সমুদ্রজল,
আমাদের আর কোথাও যাবার নাই!
কেবলই কুঁকড়ে যেতে থাকি নিজের ভেতর
উর্ধে কিছু নাই-সম্মুখে ছাই
কেবলই দেবে যেতে থাকে মাটির অতল
পেছনের খাদে মাছের ছটফট
কোনদিকে কোথাও যাবার নাই, কিছুই নাই..
চারিদিকে রাত অথবা বেহুদা আঘাত,
আমাদের আর কোথাও যাবার নাই!
যেতে, পা বাড়াতে-
থেমে যেতে যেতে ভাবি, বলছি-
আসুন ঈশ্বরেরা পোশাক পালটে মানুষ হয়ে উঠি,
মানুষের দিকে যাওয়া ছাড়া এই অন্ধকারে আমাদের
আর কোথাও যাবার নাই, কিচ্ছু নাই...

দ্বি-পাক্ষিক

রোববারে পথে নেমে তিনরাস্তার মোড়ে দাঁড়িয়ে
আর কোন ঘাম খুঁজে না পেলে লোমকূপ,
ক্যালেন্ডারে পাতায় মহান হয়ে উঠে বিষ্যুদবার!
চিহ্নের সীমায় পেরিয়ে এলে লাল রঙ ভায়োলিনে বাজে জীবন...
প্রযতেœর যতœ নেই এদিকে,
রাতের দরোজা খুলে কেবল একটা চাঁদ
ভেঙে ভেঙে বড় হচ্ছে, মুছে যাবে বলে...

সংশয়

একটা অনর্থক দুপুর সূর্যের তেজ নিয়ে আলোর ক্ষিপ্রতায়
তেড়েফুঁড়ে নেমে পড়েছে ছত্রভঙ্গ এই ভৌগলিক সীমায়!
স্থাবর কোন বাণিজ্য নেই বলে এইসব শহরের বৃক্ষ আঁজলায় ঠাই না পেয়ে
ছুটতে থাকা পাখিরা অনন্যোপায় হয়ে নিজের ডানায় তাপ লুকাতে সচেষ্ট।
কেবল পালক জানে অন্নের জন্য কতটা উড়াল উড়েছে আকাশের...
অথচ সীমান্ত পার হলেই,
এদিকে রটে যায় বারবার দেশ বিক্রির খবর!
বৃত্তের ভেতর বোধহীন এক সহজ বিভ্রান্ত জাতি নিয়ে
সেইসব পাখিরা এখন কোথায় যাবে!

 ধানশালিক ইউটিউব চ্যানেল । সাবস্ক্রাইব করে পাশে থাকুন :  https://www.youtube.com/watch?v=7_bEP0d9Rm4


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট