পদাবলি : ০২




আহ্বান
মাহফুজা মতি জেরিন

ব্যস্ত ভাবনার আড়ালে বাজে অদৃশ্য অশনি সংকেত,
পাশে ঝুলে পোড়া বিবেক, লীন মানবতা
ডুবে যাওয়া হাদিসের শাসানো ফলাফলে-
অন্তঃত্বক জ¦লে।
বুঝেনি ললাটে লাভার চুম্বন তেজ
আসমান ছোঁয়া ধাঁধায়
বর্তমান ফুঁড়ে ঐ ভবিষ্যতে উঁকি ঝুকি মারে
তাড়নার  উঁইপোকা,
আর তাতেই সিধানো ধংসমন্ত্র।
যুবকের বাহুগুলো কোথায়?
ধরণীর বড় দরকার।



রয়ে থাকা
মীর সাহাবুদ্দীন

ভালো কবিতা কেউ প্রকাশ করেনা
তোমার চোখে চোখ রেখে কবিতা লিখেছি
তুমি মুগ্ধ হয়ে  শুনেছিলে সেই কবিতাটি
কোন পত্রিকা প্রকাশ করেনা
তোমার হাসি নিয়ে একটি গান করেছি
তুমি মুগ্ধ হয়ে বার বার শুনেছিলে
সেই গানটি কেউ আর রেকর্ড করেনা
কাটাতার নদী ও গাড়ি পেরিয়ি যে গল্প গড়ে উঠেছে
সেই গল্প গুচ্ছ কোন প্রকাশক প্রকাশ করেনা
একটি গাঙচিল একটি সাদা সাড়স দেখে
চেয়েছিলাম তার পা ধরে উড়ে যেতে
কেননা আমার উড়োজাহাজ ছিলনা
সেই অনুভূতি প্রকাশ করেছি আর লোকে ছিঃ ছিঃ করেছিল
বলে ছিল তোমায় ভুলে যেতে
তুমি গ্রাম ছেড়ে  শহরে এসেছিলে
নিজের ভাগ্য কে বদলে নিতে
আমিও বদলি হয়ে যাই শহরের দূলের সাথে
অথচ সেই গল্প কবিতা গান কিছুই আমাকে ভোলেনি
নিজের কৈশর ও লজ্জার কাছে হেরে গেছি
রয়ে গেছি তোমার কথা গুলো গিলতে গিলতে




বিপ্লব প্রেম ছাড়া অন্য কিছু নয়
রাফাতুল আরাফাত


যে পথ দিয়ে আমার ফেরার কথা ছিল
তা অবরোধ করে আছে-
অধিকার আদায়ের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা।
হেঁমা, প্রেম না বিপ্লব কোন দিকে যাবো আমি?

সেদিন বলেছিলাম বিপ্লবী,
বিপ্লব প্রেম ছাড়া অন্য কিছু নয়।

তুমি যখন অধিকার আদায়ের দাবিতে রাজপথে গলা ফাটাও
আমার মনে হয়, জানালার কাছের বেলীফুল বাগানটা
ভরে আছে সাদা ফুলে, যার ঘ্রাণে মৌ মৌ করছে পুরো ঘরটা।
বিপ্লবী, বিপ্লব প্রেম ছাড়া অন্য কিছু নয়।'



কুহেলিকা ও রোদ্দুর ভালোবাসা
সুমন আহমেদ

পূর্ণ যৌবনে-যৌবনা; একটা হেমন্ত-তোমাকে
উৎসর্গ করবো বলেই-এক জীবনে এতো আয়োজন।
রাত শেষে পাখির কলতানে ঘুম ভেঙে যাবে- তুমি নামে আমার
পৃথিবীর; চৌকাঠ পেরোতেই জড়িয়ে নেবে ঘোর কুয়াশার চাদরে,
তোমার দুধে আলতা দু’চরনের স্পশ্রের হৈমন্তী ভালোবাসায় ধন্য হবে বলে দীর্ঘ প্রতীক্ষায় দূর্বাঘাস আর শিশির বিন্দু।
শিউলিঝরা ভোরে-তিতাস পাড়ে কলসি কাঁখে তোমার আগমনে
সুখের উচ্ছ্বাসে হিমেল হাওয়ায় দোলবে কমলি লতা...
আর পূবাকাশে উদয় হবে রক্তিম এক রবি; ঠিক তখনই
তোমাকে বুকে জড়িয়ে নেবে-কুহেলিকা ও রোদ্দুর ভালোবাসা।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট