পদাবলি : ০৩

 



বিবেকের অপমৃত্যু

আদনান আল মিসবাহ


আলোর বিভায় সম্মোহিত পিপীলিকার মত আমাদের বিবেক 

দিগ্বিদিক জ্ঞানশূন্য ছন্নছাড়া হয়ে পড়ে আছে

কর্তব্য নির্ণয়ের গোলকধাঁধায় পড়ে

স্মৃতির পাতা থেকে বিস্মৃত-

পূর্বসূরীদের তপ্ত খুনে রচিত গৌরবমাখা ইতিহাস

প্রলয়ংকরী বোমার মুহুর্মুহু আক্রমণ কিংবা

চিকিৎসালয় ধ্বংসের মত বিধ্বংসী হামলা 

আমাদের জাগ্রত করে না 

শিহরিত করে না আর 

কোরআন পুড়িয়ে ফেলার নগ্ন মুহুর্তে 

কোরআনের ঐশী বাণীর মর্ম 

বিবেকের কানে ঝংকার তুলে না

ইসরাইলী আগ্রাসনে বিধ্বস্ত জনপদের

রক্তের ক্যানভাসে অঙ্কিত আবেদন

আমাদের বিবেকে নাড়া দেয় না

এ যেন অনুভূতিহীন নির্লজ্জ বিবেক 

খেলাফত বিলুপ্তির সময় 

ভূগর্ভ থেকে যে বিবেকের অকাল প্রয়াণ ঘটেছে


                                           

পিংক কালারের সভ্যতা

মাঈনুদ্দিন মাহমুদ


পিংক কালারের সভ্যতা

ঘেরাও করেছে মানবিক মনোজগৎ।

ধর্মীয় বুলি এখন

নানাবিধ অপকৌশলের হাতিয়ার,

স্বার্থান্বেষী মহলের

হিং¯্র থাবায় বিভক্ত, ধর্মীয় নীতিমালা।

প্রেম নিয়ে গেম খেলে

পিংক কালারের সভ্যতা,

উপহাসে অসামাজিক-সংস্কৃতি গড়ে নেয়

বিকৃত মস্তিষ্কবাদীরা।

অতিশয় ঘ্যারাকলে যুতিষ্টীয় আমলোক।



জল তপস্যা

দীপঙ্কর ইমন


ভুল জলে লেগেছে ঢেউ

মাছরাঙার বিদঘুটে হাসি।


দুরে,

সংসার ভেঙে গেল শালিকের।

হিজলের বন জ্বলছে,

কামার্ত সা¤্রাজ্যবাদের বারুদে।


অবশেষে টুনাটুনি

নিজের গোত্র চিনেছে।


তুমিও চিনবে একদিন

তোমার সীমাবদ্ধ স্বপ্ন কে।


জল তপস্যায় বসলে,

মাছরাঙাতেই বিলিন হবে কেবল। 


এখনও শিকার ভুলে নি কেউ

“ আদিম বিদ্যা ” !

স্বপ্ন শিকার করে নিয়ে যায় গোত্র প্রধান,

নুন পান্তা খেলার ছলে।



ধানশালিকের জন্য

মোহাম্মদ আবদুর রহমান


আমি যখন নিজেকে দেখছি ব্যর্থতার ভূমি ধ্বসে তলিয়ে যাচ্ছি 

তখনই ধানশালিক আমার হাত ধরে নিয়ে আসে এক নতুন সভ্যতায়

স্বপ্ন গুলো উজ্জীবিত হয়ে চলতে থাকে রাজ পথে

খুঁজে পায় কিছু নক্ষেত্র যারা আমাকে আলো দেয়

অন্ধকারাচ্ছন্ন ভাগ্যাকাশে নতুন সূর্য হাসে।



আলিঙ্গন

এম. তাওহিদ হোসেন 


ফাগুনের হরিদ্রাভ গোধূলি লগ্নে, 

ব্যগ্র চিত্তে এক বুক ভালোবাসা নিয়ে 

আলিঙ্গন করতে এসেছি তোমাকে, 

তোমার ঐ বাহুডরে স্থান দিও আমাকে।


তোমার ঐ অপার স্নিগ্ধতার আবেশে 

প্রভাবিত হয়ে প্রতীক্ষার প্রহর মাড়িয়ে

এসেছি, 

তোমার ঐ বাহুডোরে মাথা রেখে পুলকিত হবো বলে।


তোমার ঐ তেজোদ্দীপ্ত হৃদয়ের বিপ্লবী গান শুনতে এসেছি বিপ্লবী হতে


মিনতি করছি তুমি আলিঙ্গন করে তোমার ঐ 

বিপ্লবী বাহুডোরে স্থান দিও আমাকে।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট