সাহিত্য সংবাদ



কুয়েত থেকে প্রকাশিত ‘বর্ণমালা’ ম্যাগাজিন’র এর পাঠ উম্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা

কুয়েত থেকেঃ ভাষার মাসে মৃত্তিকা প্রকাশন কুয়েত থেকে প্রকাশিত বর্ণমালা ম্যাগাজিন’র পাঠ উম্মোচন উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারি ২০১৮ ইং কুয়েত সিটিস্থ প্যারাগন ক্লাসিক রেস্টুরেন্ট এর হলরুমে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মোহাম্মদ জাকারিয়ার শেল্পিক উপস্থানায় ইজাজ আহমেদ এর সুললিত কন্ঠে কুরআন থেকে তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এতে সভাপতিত্ব করেন সম্পাদক- বর্ণমালা ম্যাগাজিন ও প্রকাশক, মৃত্তিকা প্রকাশন, কুয়েত এর কবি সেলিম রেজা। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মোঃ আনিসুজ্জামান- কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস, কুয়েত। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রবিউল আলম রবি- সভাপতি-বৃহত্তর ঢাকা সমিতি-কুয়েত; হাজ্বী জুবায়ের আহমেদ- বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক; আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী সভাপতি- চট্টগ্রাম সমিতি, কুয়েত; মোঃ মিজানুর রহমান- প্রশাসনিক কর্মকর্তা- বাংলাদেশ দূতাবাস-কুয়েত; আবুল বাশার- সভাপতি- ম্যানেজার’স এসোসিয়েশন, কুয়েত; মোরশেদ আলম বাদল- সভাপতি প্রবাসী সাহিত্য পরিষদ, কুয়েত; আব্দুর রউফ মাওলা- সম্পাদক- মাসিক মরুলেখা; ওমর ফারুক জীবন- সম্পাদক- শিখর (একটি সাহিত্যের কাগজ); রফিকুল ইসলাম ভুলু- সভাপতি- বাংলাদেশ সাহিত্য অঙ্গন, কুয়েত; আব্দুর রহিম- সাধারণ সম্পাদক- বাংলাদেশ সাহিত্য অঙ্গন, কুয়েত প্রমুখ। স্বাগতিক বক্তব্য রাখেন কবি ওমর ফারুক জীবন। প্রধান অতিথি, ম্যাগাজিন’র সম্পাদকসহ মঞ্চে উপবিষ্ট সবাই মিলে ‘বর্ণমালা’ ম্যাগাজিন’র পাঠ উম্মোচন করেন। অনুষ্ঠানে বক্তারা শত ব্যস্ততার মাঝেও প্রবাসে সাহিত্য সংশ্লিষ্ট বিভিন্ন কাজে কবি সেলিম রেজার ভূয়সী প্রশংসা করেন। ম্যাগাজিন প্রকাশে তাঁর অনন্য ভূমিকা পালনের কথা ব্যক্ত করে বলেন- কুয়েতে সাহিত্য জগতে তিনিই বেশি শ্রম ও মেধা দিয়ে পাঠকের খোরাক যুগিয়েছেন। একাধারে তিনি ‘মৃত্তিকা’ (একটি সাহিত্যের কাগজ), ‘দেশান্তর’, ‘বর্ণমালা’ ম্যাগাজিনের সম্পাদক হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন -কবি আব্দুর রহিম, রক্তিম বিশ্বাস, শিল্পী নুপূর বিশ্বাস, মিজানুর রহমান, কবি মনিরুল হক এমরান, কবি জাকির ভিক্টোরিয়া, কবি নাসরিন আক্তার মৌসুমী, কবি রফিকুল ইসলাম ভুলু, কবি মোরশেদ আলম বাদল, কবি বাবুল মুন্সী, প্রকৌশলী নজরুল ইসলাম জহির প্রমুখ এবং গানে পুরো অনুষ্ঠান টা মাতিয়ে রাখেন কন্ঠশিল্পী কেয়া, নূপুর বিশ্বাস, রুবেল বড়ুয়া, সন্তোষ দাশ সহ আরো অনেকেই। প্রাণবন্ত একটি অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অবশেষে অনুষ্ঠানের সভাপতি কবি সেলিম রেজা সমাপনী বক্তব্যে আগত অতিথিদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট