পদাবলি



যন্ত্রণার কৃতদাস
নূরুন নাহার স্বপ্না

বেসামাল ইচ্ছাগুলো....
অদৃশ্য, শৃঙ্খলে আহত পাখির ন্যায় বন্দী।
দ্বিধা, সংকোচ আর অনিশ্চয়তার ভিড়ে
ক্ষত-বিক্ষত ধূসর জমিন।
অপ্রতিরোধ্য উত্তাল সমুদ্র যেন
অন্তহীন অনুভূতিতে বিলীন,
ধূলোর আস্তরে ঢাকা লাগামহীন কল্পনায়
জেগেছে শৈল্পিক চর।
অস্পষ্ট অস্থিরতা গ্রাস করেছে
ছিঁড়ে যাওয়া বীণার তার।
তাইতো, নশ্বর পৃথিবীতে
অবোধ শিশুর ন্যায়
অব্যক্ত শব্দগুচ্ছ আজ ফেরারী। ।


ছদ্মবেশীর মুক্ত ছায়া
সাজিয়া সুলতানা মিম

সেই দেয়াল জুড়ে শূন্যতা
জীবিত খেয়াল পুড়ে পূর্ণতা,
কচুপাতাতে জল যেন মগ্ন নিজেকে বাচাঁনোর
পাথর চিন্তিত সে সুখে তবু স্তব্ধ কেন!
ছবি কথা বলে বোবা ভাষায়
রোদ লজ্জিত তার মাতাল উত্তাপ নিয়ে
স্বপ্ন অলস হয়ে ভাসছে নিত্য ঘুমে,
চাদঁ আলোর চর্চা করতে করতে ক্লান্ত
ভালোবাসা নগ্নতার শিকার হয়ে দিয়ে চলেছে নালিশ
মন হঠাৎ প্রতিবন্ধী জীবনের অগোছালো বাস্তবতায়।
খাঁচাতে আটকানো পাখির ভারি নিশ্বাস
কাক-কোকিলের অন্ধ বিশ্বাস,
ভাগ্যের রং মাখা নকশা
ঝরে পরা পাতা লিখে যায় মৃত্যু বাক্য নিজ দেহে
কলম আত্মতৃষ্ণা মেটাতে ঘর বেধেঁছে সাহিত্য দিয়ে!
জল দাগ টানে ঘন ঘন নৌকার পেরেকের আঘাতে
কাঠ খেয়ে ক্ষুধা মেটায় ঘুণপোকা,
ভাবুক মানচিত্র শাসন করে জেদি অক্ষরকে
ভৃত মুখোশ কান্না করে যুগল শব্দে।
এ সমস্ত ছদ্মবেশীর মুক্ত ছায়া
মিথ্যে নামক সত্য!


স্বাধীন জল
মাযহারুল ইসলাম অনিক

ইচ্ছে মত আমরা এখন ছুটবো দেখো সবে,
দুঃখগুলো দেয়াল কোণে শুধু পড়ে রবে।
আগের মত এখন তো আর  ধারবো না কারো ধার,
ইচ্ছে মত নিজ পথেতে ছুটবো যে বারবার।
কালো কাপড় ছুঁড়ে ফেলে গাইবো স্বাধীন গান,
প্রেম জোয়ারে ভাসায় দিবো সবাই সবার প্রাণ।
কান্না ভুলে দুঃখ ভুলে গড়বো নিজের পথ,
বড়ো গোঁফা শত্রুগুলো করবো দেখো বধ।
কারো আশে পথের পানে রইবো না আর চেয়ে,
ঘোড়ার বেগে ছুটবো দেখো তুমুল গিরি বেয়ে।
নতুন সূর্য নিজের হাতে এখন হবে উদায়,
বীর বাঙালীর রক্তে হবে নতুন কথা খুদাই।
সে কথার’ই বাঁকে বাঁকে স্বাধীন ঘ্রাণ,
বঙ্গ টানে লুটায় দেবো সবাই সবার প্রাণ।
বুলেট ঘায়ে পুড়বে না আর নতুন কোন পাখি,
কান্না জলে ভিজবে না আর বুবুর দুটি আঁখি।
স্বাধীন জলে এখন সবে দেবো শুধু ডুব,
রাজপথেতে চলে ফিরে পাচ্ছি মজা খুব।

এই মহাকাল
মাহবুবা নাছরিন শিশির

সত্যের বিজয় হবে আজ নয় কাল
হাসিমুখে চেয়ে রবে এই মহাকাল,
পাতাঝরা দিনশেষে ফুটবে মুকুল
দখিনা বাতাসে হবে হৃদয় ব্যাকুল!

ব্যথিত স্বপ্নের স্মৃতি ভুলে যাবে লোকে
বিজয়ের হাসিটাই পড়বে দুচোখে,
কেউ দিবে ফুল এনে কেউ দিবে মালা
কেউ দিবে স্তুতিগান, কেউ দিবে বালা।

পেরিয়ে গিয়েছি কত ঘুমহীন রাত
জেগেছিল দুটি চোখ, আকাশের চাঁদ;
শ্রমে-ঘামে মিশেছিল সেইসব দিন
একে একে অতীতের ঘরে হলো লীন।

কতবার হতাশায় ডুবুডুবু ছিলো
সত্যভাষা প্রতিক্ষণে তবু আশা দিলো,
এগিয়ে নিলো সে হেসে সহজের পথে
তুলে নিলো ডানামেলা বিহঙ্গের রথে।

সরল আদর্শ েেমনে চলেছি-বলেছি
বিপদেআপদে আমি ধৈর্য ধরেছি,
সে আমারে দিবে জানি এর প্রতিদান
বেলাশেষে মুছে যাবে গ্লানি অভিমান।

সত্যের বিজয় হবে,  আজ নয় কাল
আমারে রাখিবে মনে এই মহাকাল।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট