অণুগল্প : মশারি



মশারি
সোহেল বীর

মতিন সাহেবের বন্ধু জলিল সাহেব মন খারাপ করে বসে আছেন। মন খারাপের কারণ- বউয়ের সাথে ঝগড়া হয়েছে। প্রতিরাতেই নাকি বউয়ের সাথে ঝগড়া হয়। তবে, ইদানিং ঝগড়ার পরিমাণটা বেড়ে গেছে। ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া করতে ইচ্ছে না হলেও ঘুমানোর আগ মুহূর্তে ঠিকই কথা কাটাকাটি শুরু হয়ে যায়। জলিল সাহেবের বউ রোজ রোজ মশারি টাঙাতে পারবেন না। ওদিকে জলিল সাহেব প্রতিদিনই আগে আগে বিছানায় শুয়ে পড়েন। রাতের খাওয়া খেয়ে একবার বিছানায় গেলে তাকে আর পায় কে! বোমা মারলেও তিনি আর ঘুম থেকে উঠবেন না। মশারি টাঙানো তো প্রশ্নই আসে না! গতরাতেও একই ঘটনা ঘটেছে। এতে জলিল সাহেবের বউ ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে শেষবারের মতো বলে দিয়েছেন, তিনি আর মশারি টাঙাবেন না। যদি তার স্বামী না টাঙায় তবে সোজা বাপের বাড়ি চলে যাবেন। আর এই কথায় জলিল সাহেবের  মন ভীষণ খারাপ!

বন্ধুর কাছে এ কথা শুনে মতিন সাহেব থ হয়ে গেলেন। সামান্য মশারি টাঙানো বিষয়টি যদি সেকরিফাইজ না করতে পারে তবে সারাজীবন একসাথে থাকবে কি করে ? মনে মনে ভাবেন তিনি। অথচ এই বিষয়ে মতিন সাহেবের কোনো চিন্তা করতে হয় না। তার স্ত্রী অনেক ভালো মানুষ। কোনো বাক্য ব্যয় না করেই হাসিমুখে প্রতিদিন মশারি টাঙিয়ে দেন। মতিন সাহেব মশারি আবৃত বিছানায় শুয়ে পড়েন। রাত গভীর হতে থাকে। মতিন সাহেব  গভীর ঘুমে হারিয়ে যান...



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট