শব্দমিছিল : অয়ন আহমেদ



শব্দমিছিল
অয়ন আহমেদ

বন চলে আসে

রক্তিম শরাফ কাচ বনে বিঁধে আছে কোথায়
দুপুরের মনের ভিতরে চকচকে-
আকাশ-ফলার তরুণী এক আঙ্গুলের সলতেতে
রমণী ঘুরায়, চাবিগুচ্ছের মতো,
দ্যুতির ঢঙের ভিতরে। মুদ্রায় দরোজার
অলিক ফালি রূপে খুলে গেছে। তবু
মেঘের গভীরে বিমানের জেটের আওয়াজ
শব্দদের ফালে বেরোয়। সুতির্যক সুচির
পিন-রমণী। চিঠি ডাকে পিয়নের দৈর্ঘ্যের
আলোয়। ভোর-ভোর বন চলে আসে।



মিতালীটা

চা খেতে খেতে
খেতে খেতে চা
বাষ্পের ভেতরে
মিতালীর মুখটা
পাগলী মতো,
হঠাৎ হেসে ওঠে-
ঠোঁট পোড়ে
ছলকে-


উছলকে মিতালীটা

একটু কাছ থেকে দূর
দেখার মতো
একটা কাচ আমায় দেখে
অদূর অদূর ভাবনা কিম্বা
একটা গল্পের মতো আমাকে
খা-ব অংশে অচেনা

DHANSHALIK YOUTUBE CHANNEL : https://www.youtube.com/channel/UCvalpdS1Kp_2lW5-Qibzzpw

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট