শব্দমিছিল : বেবী সাউ





শব্দমিছিল
বেবী সাউ 

শিল্পী

ধারালো ছুরির কাছে
আমার সমস্ত উপাসনা তুলে ধরি

মৃদু নুপূরে বাজে শহরের চাঁদ
মন্দিরের নকশা

নতজানু চোখে দেবী হয়ে উঠি
গিটারের তারে ক্ষতধরা হাত

কল্পিত ভুলের মাশুলে জেগে ওঠে প্রেমবাক্য
তোমার

দলমার ছায়াচিত্রে নিপুণ কৌশল
সীমাবদ্ধ উৎসবে নুন-দাগ
মানগো ব্রীজে ঝুলতে থাকে শিকারীর পোষা আত্মহত্যা

হাততালি দেয় ক্ষুধিত পৌরুষ

অলকানন্দা ভরে আছে ঘাম রক্তজলে
নিদারুণ

হাজার যোনীচিহ্নে তুমি তখন
ঈশ্বর হয়ে ওঠো



মিথ্যা

বৃষ্টি হলেই নৌকা গড়ো তুমি, কাগুজে। হেলতে দুলতে রং-ভরা নৌকো সেসব আমার চিলতে রোদ ভিজিয়ে দেয়। সরসর করে মেঘমল্লার বাজে গ্যালাক্সি ফোনে। মাইথোলজি রাক্ষসীর করুণ চোখ সাঁতার শেখে তখন। তখন হ্যান্ডসেটের চৌকাঠে স্বপ্ন আর মায়া; মায়া আর খড়কুটোর সংসার। ধীরে ধীরে বৃষ্টি কমে। ধীরে ভাঙে নৌকোর মাঝি । সোনাভ্রমে উঠে আসে নিকেলের টিন। সেই দাঁড় ভাঙা পাঠাতনে, গড়ে তোলা পা, পড়ে আচানক। এরপর আমাদের ক্ষীণজীবি সস্তান সমস্ত আত্মহত্যা ভেঙে, কুকুর সঙ্গে নিয়ে সেই যে বেরিয়ে গেল!
সেই দিন থেকে, মিথ্যা মিথ্যি মা-বাবারা, তাদের সন্তানের নাম রেখে গেছে যুধিষ্ঠির।



উৎসব

তুমি চুপ থাকলে
ধীরে ধীরে চৌকাঠে এসে বসি

নীরবতায় নামে টুপটাপ ঘোরের
সংসার
আসবাবে লেগে থাকা নৌকো

অভিযোগের আলোয় মুক্ত সেইসব মানুষেরা

দীর্ঘ অবসরের ছাদে ফুলের গাছ
রোপণ করে

কোকিল ডাকছে পৃথিবীর প্রাচীনতম পেঁপেগাছে

DHANSHALIK YOUTUBE CHANNEL : https://www.youtube.com/channel/UCvalpdS1Kp_2lW5-Qibzzpw



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
শব্দমিছিল : শঙ্খচূড় ইমাম