শব্দমিছিল : নকিব মুকশি



শব্দমিছিল
নকিব মুকশি

গান ও নৃত্য

ঝরে যদি-
কাপড় নিংড়ানোর কৌশল—স্ব-তিমি, জটাভুল...
তীরের ছায়ায় জ্বর ও ফেনার রশ্মি- হাওয়া গান
জাগে যদি-
সমস্ত মীনও ঢেউয়ের মৃদুস্বর- ঘড়িফুল
তবে সমস্ত ভৈরব জুড়ে তখন যুগপৎ-
বসন্ত-বর্ষার দ্বৈরথ- ফুলপাতা ও কোরকের বান

কুয়োর পাতা ও ঘাসে-
মাছের স্নান শুঁকিয়ে ফেলে সমস্ত গন্ধও প্লাবন
গানও নৃত্যের ক্লাইমেক্সে
ঢলে পড়ে কুয়াও ফল, দিনের সমস্ত মুরোদ

দিনভর রাতেরা ঘুমায়, আর রাতভর দিনেরা জাগে
সমস্ত ঘুমের নিপুণ ভানে


ফ্যাসিবাদ

কুশির- মূলত এক তূণ- শিকারীর রক্ষাকবচ...


রক্তগান্ধার

উড়ছে-  ভেতর-মথে,  উড়ছে- সারসরঙ...
উড়ছে- টায়ার বায়ু- তাপ-শলাকার ভিতর
গাছের ঘড়ির নৃত্য, গারাদের েেশার...

কোনো এক জীবন- ঘুরছে- মর্মতলে
কোনো এক লেদার মেশিন- অবিরাম...

রাষ্ট্রের খোঁয়া- গত দীর্ঘ পীড়ার মক্কেল
পড়ে আছে ধুলির দপ্তরে- আঁকছে মনে
কেউ তো অচল পিতলের মুদ্রা পুরাণ...


এখানে সাধারণ- ক্লাউন-চাপা- নিউজপ্রিন্ট...
খাবি খেতে খেতে দেখে-
রিউমার ছড়ানো সন্ধ্যায় কার যেন আজানে
পাকে- হলুদ পরানের ফল, উজানরেণু...


শাল্মলির শ্বাসে ফুটছে কার রক্তগান্ধার...?
পত্র রথে ফুস ছেকে, কেমন সেজাদরেল?
জিরাফের পিঠে- কোনো একক্লাইন্ট-নির্মুখ...
বৃদ্ধ সন্ধ্যার রাগে ফ্যাসিবাদ-রঙের তূণ
ঘ্রাণ নিধনের উৎসব ডেকেছে...! কে সে?

গরাদ-চিড়িয়া-রাহুর শোরে ঝরে দিনমান
কোথাও অবিরাম- রক্তগান্ধার ও ধস্ত গান...

DHANSHALIK YOUTUBE CHANNEL : https://www.youtube.com/channel/UCvalpdS1Kp_2lW5-Qibzzpw

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট