সাহসী চেতনায় দীপ্ত একটি গ্রন্থ

 


সাহসী চেতনায় দীপ্ত একটি গ্রন্থ

সেলিনা হোসেন 


‘ ১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং ’ বইটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ইজাজ আহমেদ মিলনের একটি গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ করে উল্লেখ্যযোগ্য মনে হয়েছে একটি এলাকাকে ঘিরে তার নানামুখী বর্ণনা একদিকে হৃদয় বিদারক,অন্যদিকে সাহসী চেতনায় দীপ্ত। স্বাধীনতা অর্জনের সময়ে গণহত্যার বিবরণের পাশাপাশি যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণার নানাদিক সুলিখিত ভাষায় বর্ণিত হয়েছে। প্রতিটি লেখার একটি শিরোনাম দিয়েছে ইজাজ মিলন। শিরোনামগুলো ধরে বর্ণিত বিবরণ মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিল হয়ে থাকবে। একটি শিরোনাম ‘ রক্তে লাল হয়ে যায় বেলায়ইয়ের জল ’- গণহত্যায় জীবনদানকারী মানুষের রক্ত স্বদেশের জন্য ধারা প্লাবিত করেছে। আরেকটি শিরোনাম ‘পড়ে থাকে শেয়ালে খাওয়া বুলু আর ফুলুর বীভৎস দেহ ’- এমন দৃশ্যও চিত্রিত হয়েছে স্বদেশের মাটিতে। আর একটি শিরোনাম ‘ বাকের মুখে মৃত মায়ের স্তন, পাশেই পড়ে আছে তিন সন্তানের লাশ ’- গণহত্যার নির্মমতা এভাবেই সংগঠিত হয়েছে। এমন আরো অনেক বর্ণনা আছে এই বইয়ে। একটি শিরোনাম ‘ গামছায় চিড়ামুড়ি নিয়ে যুদ্ধে গিয়েছিলেন আবদুর রশিদ চিনু’- এমন অসংখ্য মানুষ স্বাধীনতার স্বপ্নে যোগ দিয়েছিলেন যুদ্ধে। 

এমন লেখায় ভরা বইটি পাঠকের আগ্রহ তৈরি করবে। বাংলাদেশের একটি এলাকার বর্ণনা হলেও, দেশের প্রতিটি এলাকার এমন চিত্র নিয়েই আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ‘ ১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং ’ গ্রন্থের প্রণেতা ইজাজ আহ্মেদ মিলনকে শুভেচ্ছা জানাই।’


সেলিনা হোসেন 

কথাসাহিত্যিক 



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট