শব্দমিছিল : সেলিম রেজা



শব্দমিছিল
সেলিম রেজা

নিতান্ত’ই কবিতা মৃত্যু নয়

মুখের দিকে তাকিয়ে একেবারেই বুঝতে পারোনি
কী ভীষণ কষ্টে আছি
তোমার দেয়া পুরানো বইগুলি এখনো পড়ছি
অঝোর ধারায় ঝরে বেদনার জল
অভিমানে ফিরালে মুখ, ভেজা চোখ
আর কতদিন? কতটা প্রহর কাটাবে একেলা?
মরে যাবার কথা বার বার ভাবছি
কবিতাও লিখছি মৃত্যু কামনায়
যদি সত্যি মরে যাই কে নেবে খোঁজ খবর
অনিয়মে কে বকবে?
মনে পড়ে গভীর রাতে বিনিদ্র চোখে চোখ রেখে
বুকের ভালোবাসা দেখাতে;
ইদানীং কাছে যাবার তাগিদ অনুভব করি
দূরত্ব ঘোচাতে জোর করি মুখোমুখি দাঁড়িয়ে
কথা ছিল পাহারাদার হয়ে মৃত্যু ঠেকাবে
যতোদিন যাচ্ছে বাড়ছে বয়স
হেঁটে যাচ্ছে সময়, তুমিও দূরে;
মৃত্যুর কবিতা লিখতে লিখতে যদি সত্যিই মরে যাই
ভেবে নিও এটা নিতান্ত’ই কবিতা, মৃত্যু নয়।




নষ্টালজি

মনে করে দেখ এই শহরে ক্যামন ছিলে
কিভাবে জড়িয়ে ছিল চিরচেনা রাস্তাঘাট
সন্ধ্যায় অফিস ফেরত সেই ফুটপাত
গভীর আবেগে কতটা পথ হেঁটেছো

টঙ দোকান
টঙ দোকানে মাটির ভাঁরের চায়ে চুমুক
যেন ছুঁয়ে দেয়া ঠোঁটের কোণে কালো তিল;
অমৃত লাগে যখনি গা ঘেঁষে বসো তুমি..


নতজানু আমি

সময়ের ঝরাপাতায় স্মৃতির ক্যানভাস
দুঃসহ কষ্টে দু’চোখে অশ্রুর বন্যা
পিতামহ, নিশ্চুপ- নিরব মৃত্যু শয্যায়
তুমি চলে গেলে সহস্র যোজন দূরে
আজন্ম বাঁধন ছিন্ন করে
তোমার প্রস্থানে উড়ে যায় স্তদ্ধতার কালো মেঘ
আমি আছি দূরে-বহুদূরে
মায়ার বাঁধন ছেড়ে বিদেশ বিভুঁইয়ে
তবুও মন ছুটে যায়......
নৈঃশব্দ প্রহরে স্মৃতির ক্যানভাসে
ভেসে ওঠে তোমার অবয়ব
কখনো সখনো কাছে এসে দাঁড়াও
কখনো বা কথার ছলে মাথায় হাত বুলিয়ে যাও;
কখনো বা বলে যাও- আফসোস করো না
তোমাকে স্মরণকালে
হারিয়ে ফেলি জাগতিক শক্তি,
উপদেশ আর স্নেহের সাগরে
নতজানু আমি বিষণ্ন কোনো স্বপ্নে-
চাঁদের সামনে...

ধানশালিক ইউটিউব চ্যানেল : সাবস্ক্রাইব করে পাশে থাকুন : https://www.youtube.com/watch?v=YO9D0KK6Jps

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট