শব্দমিছিল : সাদাত জীম





শব্দমিছিল
সাদাত জীম

হাঁটতে শিখিনি

অনেকবার পইড়া গেছি,
মুখ থুবড়ে নয়তো নাক থুবড়ে
পায়ের সাথে পা পেঁচিয়ে পইড়া গেছি।
খানিক দূরেই মায়ের পাতানো হাত
দৌড়ে গিয়ে বক্ষেও পইড়া গেছি
তখনো আমি হাটতে শিখিনি।

আঁকিবুঁকি

আঁকিবুঁকি ঘরের চাল,
সেইসাথে আকাশ পাতাল
নদী আর মাঠ, গাছ আর ঘাস।
গাছের ডালে কোকিল, কুহুকুহু সারাদিন
চারিদিকে বাঁশের বেড়া,
মাঝখানে খড়ের গাদা।

আঁকিবুঁকি সেদিন পেনসিলে,
আঁকিবুঁকি আজ পেনটুলে।


প্রেয়সী



প্রেয়সী-
তোমার ঘন মেঘের চুলে
স্বভাব রেখেছি তুলে।
তোমার টোল পড়া গালে,
চুমো এঁকেছি ভুলে।
তোমার কাজল কালো চোখে,
আমায় দেখেছি সেই কবে।
তোমার কালো টিপের কপালে
কবিতা লিখেছি সবে।









শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট