মমতাময়ী শব্দের নাম `মা'






মমতাময়ী শব্দের নাম `মা'
এমএ ওহাব -

পৃথিবীর সব থেকে প্রিয় এবং মধুময় শব্দটির নাম হলো মা। যে নামের সাথে সকল মানুষের জন্ম পরিচয় মিশে  থাকে। মা মানেই পরম মমতা এবং স্নেহের ছায়াতল। মা মানেই নিঃস্বার্থ ভালবাসার সমুদ্র। মায়ের আঁচলের মতো নিরাপদ আশ্রয় কেন্দ্র দ্বিতীয় কোথাও আছে বলে জানা নেই। কোনো প্রকার পূর্ব স্বার্থ ব্যতীত একজন মা তাঁর পেটে সন্তান ধারণ করেন। শুধু কী তাই(?) অসহনীয় প্রসব বেদনা সহ্যের পর একজন মা কতো না কষ্ট করে পরম স্নেহ আর আদরে পেটের সন্তানকে বড় করে তোলেন। কোনো শিশু জন্মের পরই হাঁটতে পারে না। চলতে পারে না। খেতে পারে না। কিছু বলতে পারে না। মোট কথা প্রতিটি শিশুই জন্মের পর থাকে পরম অসহায়। ঠিক সেই মুহুর্তে প্রসব বেদনার কথা ভুলে গিয়ে আদর করে হাসি মুখে একজন মা সন্তানকে কোলে তুলে নেয়।  পৃথিবীতে আগমনের পর আমরা প্রথম আহার বা খাদ্য হিসেবে যা গ্রহণ করি তা হলো মায়ের বুকের দুধ। যে দুধের মতো পবিত্র এবং সদ্যজাত  শিশুদের জন্য স্বাস্থ্যকর আহার পৃথিবীতে দ্বিতীয় কিছু নেই। মা মানেই প্রতিটি সন্তানের চোখের দৃপ্তি। তাই তো  মন বলে ওঠে
মা তুমি মোর নয়নের দৃপ্তি,
তোমার হাতের রান্না
একদিন না খেলে
মিটে না মোর তৃপ্তি।
আমাদের মায়েরা সন্তান জন্মদানের পর কি পরিমাণ যে কষ্ট করে তা একজন আদর্শবান সন্তান ছাড়া কোনো ভাবেই উপলব্ধি করা সম্ভব নয়। মাঘের কনকনে তীব্র শীতের রাতে আমরা যখন মায়ের কোলে বা শিউরে পেশাব করে দিই তখন মা নিজে সকল - দাঁতের মাড়িতে  চেপে ধরে আমাদের শুকনো কাপড়ে মুড়িয়ে রাখেন। সারারাত ঠিকমতো ঘুমাতে পারেন না। একটু পর পর আমাদের নোংড়া কাপড় বদল করে দেন কোলে নিয়ে দুধ খাওয়ান। যাতে আমরা নূন্যতম কষ্ট অনুভব না করি। কতো মমত্ব ঘেরা মা-সন্তানের সম্পর্ক।  ইহলৌকিক জান্নাতের নামইমা যে ঘরে মা নেই সে ঘর কখনোই পূর্ণতা পায় না। কিছুদিন পূর্বে আমার মা অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। যে কয়দিন মা বাড়িতে ছিলেন না মনে হয়েছে পুরো বাড়িটা যেন মরুভূমি হয়ে গেছে। অন্ধ হোক,পঙ্গু হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক সেটা কোনো কথা নয়। পৃথিবীতে মায়ের স্থান সবার উপরে। যে সন্তান তার মাকে ভালবাসলো না তার মতো অভাগা পৃথিবীতে দ্বিতীয় আর একজনও নেই। সন্তান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বাবা-মা সেবা যতœ করা। আমরা অকারণে আমাদের মায়েদের সঙ্গে কতো রকম বেয়াদবী করি। খারাপ আচরণ করি। তবুও মমতাময়ী মায়েরা আমদের অভিশাপ দেন না। বরং দুহাত তুলে মহান প্রভুর নিকট দোয়া কামনা করেন আমাদের ভালোর জন্যে।
আর্ন্তজাতিক মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি রইলো পরম শ্রদ্ধা আর ভালবাসা। মায়েরা ভালো থাকলে ভালো লাগে। মায়ের মুখে হাসি দেখলে বেঁচে থাকার প্রেরণা বা সাহস খুঁজে পাওয়া যায়। কবিতার ভাষায় তাই তো বলতে হয়-
মা গো তুমি এই জগতে খোদার সেরা দান
কেমন করে দিবো তোমার দুধের প্রতিদান?
তোমার মুখের হাসিতে মা শক্তি খুঁজে পাই।
তোমার মতো শান্তির ছায়া ত্রিভূবনে নাই।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট