শব্দমিছিল : মারফ আহম্মেদ নয়ন


শব্দমিছিল
মারফ আহম্মেদ নয়ন

কাঠ কয়লার লেখা

বুকের ভেতর কাঠ কয়লায় লিখি তোমার নাম, অক্ষরজ্ঞান নেই বলে চিরকাল, চিনিনি কোন ফুলের শরীর, জানি নি তার ভাষা-ব্যাকরণ, বুঝিনি জল জোছনার ইতিবৃত্ত, আগুনের অক্ষরজুড়ে লেখা থাকে পতঙ্গের দহন দৃশ্য, তার মতো করে তোমাকে ভালবেসে, পুড়িয়েছি এ দুঃখ দেহ, বেদনা অধ্যুষিত অব্জল !


সখ্য ছিলাম

সখ্য ছিলাম হাওয়া বালিকাদের সাথে, জল ও মাছেদের সাথে, তারও অধিক সখ্য ছিলাম; গাছের পতিত পাতাদের সাথে, ঝড় আসার পূর্ব মুহূর্তে যেমন উড়িয়ে নেয় সব, তার মতো করে হৃদয় নিয়েছ উড়িয়ে (ছিনিয়ে)‘হে অদ্ভুত বাজিকর’ হাত থেকে রুমাল উড়িয়ে দিয়ে দেখিয়েছো, তার ভেতর থেকে কি করে নিঃশব্দে উড়ে যায় একশত প্রজাপতি...


জল জোছনার মেয়ে

ও জল জোছনার মেয়ে, শরীর জুড়ে মেখে রেখেছো আশ্চর্য জোছনার ঘ্রাণ, শাড়ীর আঁচল থেকে মাঠে মাঠে ঝরাচ্ছ রুপালী শস্যবীজ, স্বর্ণ সোহাগ রেণু, উড়িয়ে দিচ্ছ ফুল, তাসের বাহারী খেল, দাবার চালে ভুল ছক, আগুনের কাছে বসে করছি প্রার্থনা, এ মানুষ জন্মের পরের জন্মে তোমার পায়ের কাছে ঘাস হয়ে জন্মাবার আজন্ম সাধ !



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট