সাদৃশ্য
বঙ্কিমকুমার বর্মন
বসে আছি একা, পাশে কেউ নেই তবুও বুকে বাঁধি শুক্লপক্ষের গান । মনে হয় প্রতিটি রাত্রি আনন্দে লাফিয়ে উঠছে দুই চোখে। পথে ঘাটে জোনাকির আলোর মহড়া, ঝলকে ওঠে হৃদয়ের গভীর বনভূমি। আড়ালে কত পাখি নিবিড় যাপন বুনে চলেছে রোজ কোমল আশ্রড়। বেদনাহত চাঁদ নেমে আসে গোবরজলে নিকোনো উঠোনে, পরম মমতায় হাত ধরাধরি করে বসাই চায়ের টেবিলে। দেখি আমাদের দু’জনেরই অনেক দুঃখ জমে আছে জামার বোতামে ।
গোপনে বিপন্ন
আকিব শিকদার
সোনার পিঞ্জিরা রেখে উড়ে যায় পোষা পাখি
সোনার কী দাম আহা রইল তবে
ঘরের বধূই যদি গেল চলে পৃথিবী ছেড়ে
রুপালি খাটটি না হয় পড়ে থাক নীরবে।
মেঘ কেন মিশে যায় গহিন নীলিমায়
হাসে না হাসনাহেনা বিপন্ন বাগানে
জাল ছেঁড়া মাছ দেখায় লেজের দাপট
চলে গেল যে তার লাগি মন কাঁদে গোপনে।
সে যদি গেলই চলে একাকী নিস্বর্গে
আমার থরোথরো বুকে কে ঘুমাবে খোঁপা খুলে
এতই যদি রবে অটুট তার অভিমানÑ
আমার চুরুটের ধুঁয়া প্রজাপতি হবে কার চুলে!!
উৎসব
মাজরুল ইসলাম
বিকাশ ও উৎসবের জন্য
একেকজন স্ব স্ব মহিমায় মদমত্ত !
বিকাশ ও উৎসব আছে তাই
প্রভাতী নবীন সূর্য ধর্ষিত হলে রক্তেভেজা অন্তর্বাস
কিংবা লাশ নিয়ে
কুকুর শেয়াল উৎসব করে প্রতিদিন।
নদীমাতৃক
মহাজিস মণ্ডল
তুমি আড় চোখে তাকিয়ে দেখো
সমস্ত দৃশ্য দু’চোখের তারায় ভাসে
অপরাহ্ন পেরিয়ে উড়ে যাচ্ছে পাখি
নদীজল ঘুরে ঘুরে কথা কয়
একান্ত জীবনের কথা
আমি শব্দ ছুঁয়ে, ছুঁঁয়েছি তোমায়
তোমার শরীরের সকল দহন
কিংবা সকল বর্ণপরিচয়
আমাকে সহসা করে দেয় নদীমাতৃক
যায় কোনও দেশ নাই কোনও সীমানাও নাই...
খুঁজি ফুলের রঙ
আশ্রাফ বাবু
নগ্ন বৃষ্টি ফুলের তোড়া জলের গভীরতায়
ভুলে যাওয়া মুখগুলোর মতন একটি মুখ,
রাস্তার কাছে বসন্তঋতুর রাজত্ব তোমার।
ভবঘুরে স্বচ্ছতায় বৈভবী মুখশ্রী
ঈর্ষা করি জলের বিছানায় ভালোবাসার পথ খুঁজে।
পথগুলো চোখের জল চায় না,
চোখ যতোটা দেখতে পারে, বহু দূর চোখ স্নান করায়।
মার্জিত চিত্রকল্প একগুয়েঁমি ঠোঁটে তোমার,
চোখ দিয়ে জেতা দৃষ্টির মতন
খুঁত আর সততা বিদায়।
চোখ তার ভেতর আমি সমুদ্র যাত্রায় উপস্থিত
দেখি অনন্তকালীন নিঃসঙ্গতা, তার বেশি কিছু নয়।
যতোটা তুমি জানো এ কথা মেঘের জন্য বলেছি
সমুদ্রের জন্য বলেছি, প্রতিটি ঢেউয়ের জন্য
দেখা আর স্বর্গ শব্দের কাছে হাতের জলে।
সহজে বাতাসের স্বাদ নেবার প্রয়োজনে বেঁচে থাকা
ভালোলাগা উপভোগের খাতিরে চেয়ে থাকা।
চরম মুহূর্তে চোখ সব কিছুতেই রাজি
লাল ঠোঁটের চেয়েও লাল ঠোঁট উদ্ধারপ্রাপ্তি।
খুঁজি ফুলের রঙ বদলাবার উপহার
মনোরম জীবনের মতন দিনের শেষে।