এই বিজয় অনেক গর্বের




এই বিজয় অনেক গর্বের
সুমন আহমেদ

বাঙালী জাতির জীবনে বিজয় দিবস অনন্য ও অসাধারণ একটি দিন। এই দিনটি আমরা খুব সহজে পাইনি। আজ থেকে ৪৬ বছর আগে..... লক্ষ লক্ষ শহীদ বাঙালী,  মা, বোনের ইজ্জতের বিনিময়ে  পেয়েছি; অনেক ত্যাগ- বিসর্জনের মধ্যে দিয়েই অর্জন করেছি এই বিজয়; এই স্বাধীনতা । বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়েছে । তাই বাঙালী জাতি হিসেবে আমরা গর্ব করে বলতে পারি যে, আমাদের একটা স্বাধীন দেশের নাগরিক; আমরা বিজয় । আর বাঙালী হিসেবে প্রত্যেক বিশেষ ভাবে সচেতন হতে হবে; যেন আমরা আমাদের বিজয়, আমাদের স্বাধীনতার বিকৃত ব্যবহার না করি । 


স্বাধীন বাংলাদেশ

স্বাধীনতা তুমি- হিং¯্র দানবের শিকার শিশুর মতো উলঙ্গ
জননীর গায়ে পরিয়ে দিয়েছ বারো হাত শাড়ি; ধর্ষিতা জননীর
পিতৃহীন সন্তানকে গড়ে দিয়েছ মাথা গোঁজার ঠাঁই,
স্বাধীন বাংলাদেশ।

স্বাধীনতা তুমি- দিয়েছ মা বলে ডাকার অধিকার,
শিখিয়েছ অন্যায়ের কাছে মাথা না করতে;
স্বাধীনতা তুমি- শোষকের শত অত্যাচার নির্যাতন অবহেলা,
মাথা নত করে উপেক্ষা করোনি- কন্ঠে প্রতিবাদের শ্লোগান,
হাতে তুলে নিয়েছ অস্ত্র করেছ শত্রুকে পরাস্ত।
স্বাধীনতা তুমি- পাক হায়েনার দালাল দেশদ্রোহী
ঘাতক রাজাকারদের নৈরাজ্যের দেশ বানাতে দাওনি,
বিশ্বের মানচিত্রে রেখেছ বাংলার স্থান- 
অসাম্প্রদায়িক চেতনার প্রগতিশীল একটি দেশ।



ভোরের রক্তিম সূর্যের আভায়

স্বাধীনতা তুমি আসবে বলে- কত অবলা স্বামীহারা হয়েছে
বিধবা; অঙ্গে জড়িয়েছে সাদা কাফনের কাপড়।

হায়েনার হিং¯্র থাবায় পারেনি রক্ষা করতে শেষ সংভ্রম,
ভাইয়ের সন্মুখেহে ধর্ষকের শিকার হয়েছে বোন।
সেদিন আকাশ কেঁপেছে বাতাস কেঁপেছে- সন্তানহারা
অসহায় জননীর বুকফাটা আর্তনাদে।

কতশত রাত প্রতীক্ষা করেছে একটি ভোরের প্রত্যাশায়;
যেই ভোরের রক্তিম সূর্যের আভায় মৃদু সমীরণে উড়িবে
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রাঙা, বিজয়ের লাল-সবুজের পতাকা।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট