আলোর ফেরিওয়ালা
হরিৎ বন্দ্যোপাধ্যায়
বই হাতে নিয়ে মাইল পেরিয়ে মাইল
আলো হয়ে যায় যাবতীয় পথরেখা
যে ঘরে গেছে তারাই হয়েছে মানুষের
হাতে হাত রেখে দাঁড়িয়েছে প্রতিকূলে
রোজ রোজ দেখা নতুন নতুন পৃথিবী
প্রতি পৃথিবীতে অভাব অভাব হাওয়া
তবু দেখি ছেলে পড়াতে পড়াতে মাতাল
মন্ত্র দিয়েছে আলোর ফেরিওয়ালা ।
প্রান্তরের আলোকবর্তিকা
এইচ এম সিরাজ
একজন মানুষ
বয়সের ভারে ন্যূব্জ হয়ে গিয়েছেন প্রায়
দাঁত পড়ে গেছে তার, চুল পেকে গেছে বয়সের ভাটায়
চামড়ায় পড়ে গেছে হাজার রকমের ভাঁজ!
একজন মানুষ
কী বিদঘুটে তার চেহারা, কৃষ্ণ গায়ের রং!
পরনে লুঙ্গি, পায়ে ছেঁড়া পাদুকা, কাঁধে ঝোলা ব্যাগ
একবার তাকালে সৌন্দর্য পিয়াসী কারও
তার দিকে আরেকবার তাকানোর রুচি জাগে না
অথচ তিনি আমাদের দিকে হাজারবার তাকিয়েছেন
লক্ষ দৃষ্টিকোণ থেকে তাকিয়েছেন
আমাদের নিয়ে ভেবেছেন, সমাজের আঁধার নিয়ে ভেবেছেন
আর হাতে হাতে নিঃস্বার্থে তুলে দিয়েছেন প্রদীপ সম বই
এভাবেই ফেরি করে চলে গেছে তার জীবনের দিনগুলো
একজন মানুষ
আঁধার কালো হয়েও প্রান্তরে প্রান্তরে ধূলিমাখা পথে
দেহের কষ্ট উপেক্ষা করে হাসিমুখে বিলিয়েছেন আলো
তার বিলানো আলোয় আঁধার সরে গেছে আমাদের
সমাজের গহীন ভেতরে পড়েছে নিখাদ আলোক-রশ্মি
একজন মানুষ
যার জন্য পথের ধুলো সাক্ষী হয়ে থাকে
সাক্ষী হয়ে থাকে কাল-মহাকাল, সূর্যের আলো
যার অবিস্মরণীয় অবদানে ভরে গেছে আমাদের চারপাশ
তিনি সবার হৃদয়ের মানুষ, চেতনার মানুষ
প্রান্তরের আলোকবর্তিকা পলান সরকার
আলোর ফেরিওয়ালা
ইব্রাহীম রাসেল
এমন মানুষ সত্যিই বড়ো দরকার
যেমন ছিলেন পলান সরকার
হাতে করে কাঁধে করে বাড়ি-বাড়ি
পায়ে হেঁটে গাঁয়ের পর গাঁ ছাড়ি
পৌঁছে দিয়েছেন জ্ঞানের আলো
বইয়ের পসরা যতো আছে ভালো।
শত শত বই কিনে নিজের টাকায়
অসীম স্বপ্ন বুকে সে হেঁটে যায়
গাঁয়ের পিছিয়ে পড়া মানুষ আছে যতো
তাদের জন্য বুকে তার ব্যথার ক্ষত
মানুষের মতো মানুষ হবে তারা
সেই আশে বুকে তার স্বপ্নধারা।
ত্রিশ বছর ধরে এই মানুষের তরে
বই নিয়ে গিয়েছেন সকলের ঘরে
দেহ ত্যাগ করেও অমর এক বইওয়ালা
যুগে যুগে দৃষ্টান্ত আলোর ফেরিওয়ালা।
আলোর ফেরিওয়ালা
খায়রুল আলম রাজু
পৃথিবীতে কিছু নিয়ম আছে, আছে অনিয়মও!
সেই নিয়মে সবাই এই ধরায় আসে।
তবে চলে যাওয়াটা হয় নিয়মহীন!
তখন ছোট-বড়, কিংবা বয়সের হিসাব হয়না।
পৃথিবীতে থাকাকালীন আলোর মশাল হাতে;
কেউ ছড়িয়ে দেন আলোর বাতি।
আমরা থাকে বলি ‘আলোর ফেরিওয়ালা’...
তুমিও এক ‘আলোর ফেরিওয়ালা’...
এই বই বিমুখ পৃথিবীতে।
‘পলান সরকার’ শুধু একটি নাম নয়;
এ যেনো একটি সুদীর্ঘ উপন্যাস!
তোমার জ্বলে রাখা এই আলোর বাতি,
নিভবে না কভুও, নিভতে দিবোও না আমরা...