বরফীয় শোক
রফিকুল নাজিম
কমরেড,
আপনার চোখ কি সুন্দরের পূজারী,
মনটা কি মায়ায় পড়তে চায় বাঁধা?
চোখের পাতায় দিন বজ্রআঁটুনি খিল
হয়ে উঠুন হৃষ্টপুষ্ট বোকারাম গাঁধা।
সত্য সুন্দর আজ নির্বাসিত রূপকথা
মানুষেরা ঘুমায় আফিম ঘুমের ঘোরে,
নবভোরের চোখে আঁকা মৃত্যুরবার্তা
শহুরে পাড়ায় দাজ্জালের দল ঘুরে।
শীতনিদ্রায় চলে যান গোপনে,হে বিপ্লবী
একচোখা দাজ্জাল খুঁজে খোলা দু'চোখ,
লাশকাটা ঘরে ঘুমান,শ্লোগান ভুলুক মুখ
বরফীয় রক্তে ঘুমাক কমরেডের শোক।
পলাশ,নরসিংদী।