প্রেমের কবিতা : সাজেদুর আবেদিন শান্ত





প্রেমের কবিতা
সাজেদুর আবেদিন শান্ত

এবং প্রিয়ন্তী

রুপন্তী, ষৌড়শী, বসন্ত কুমারী, নীলাম্বরী, প্রেয়সী
এখন আবার তোমাকে প্রিয়ন্তী নামে ডাকতে ইচ্ছে হয়।
ডাকলেই বা কি ???
ভালোবাসি শব্দ বলার পর নামে কোনো জায় আসে না।
নাম তখন নিছক অনর্থক হয়ে পরে।
মানুষ টাই মুখ্য।
ভালোবাসাটাই সব।


দুঃস্বপ্ন

প্রতিরাতে যখন ঘুম ভেঙ্গে যায়
তোমার দুঃস্বপ্নে
একাকি ভাবি
তোমাকে ভালোবাসা দরকার
নয়তো অন্যায় হবে।
শোনো প্রেয়সী
আমি সহস্র পাপ করতে আগ্রহী
কিন্তু অন্যায় না।


ছোয়াছে


ভালোবাসা কি ভীষণ ছোয়াছে!
প্রথমে আমার হলো তারপর তোমার।


কই তোমার তো ভালোবাসা প্রতিষেধক কোনো কাজে আসলো না?


ভ্রান্ত

আমরা বারবার মিথ্যাটাকে ভালোবাসি
আমরা বারবার মানুষ চিনতে ভুল করি
আমরা বারবার মানুষ চিনতে চাই
আর আমরা বারবার প্রেমে পড়ি


ভালোতে বসতি

আমার ভালোবাসা গুলো খুন করব।
বড্ড বেশি জ্বালাতন করে,
ভালোবাসি বলেই কি হাতে হাত রাখতে হবে?
ভালোবাসি বলেই কি এক সঙ্গে ঘুরতে হবে?
সব ভালোবাসার পরিনতি কি বিয়ে?
সব ভালোবাসাই কি সফল?


ভালোবাসা মনের উৎকর্ষ,
ভালোবাসা ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়।


কিছু ভালোবাসা আছে সূর্যের মত সত্য,
কিছু ভালোবাসা আছে চাদের মত সুন্দর,
কিছু ভালোবাসা আছে নদীর মত গভীর,
কিছু ভালোবাসা আছে পাহাড়ের মত স্থির,


সব ভালোবাসার পরিনতি বিয়ে নয়
কিছু কিছু ভালোবাসা অন্তরেই কবর হয়।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট