শুভ জন্মদিন আহমদ মেহেদী



শুভ জন্মদিন
আহমদ মেহেদী


 আবু সাঈদ রায়হান

আহমদ মেহেদী । পুরো নাম মোঃ মেহেদী হাসান মুন্সী । তিনি ২৬-১১-১৯৮৯ ইং তারিখে  কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহন করে ।  সঠিক জন্মতারিখ না জানার একটা আজন্ম কষ্ট আছে তার। এটা তার প্রাইমারি স্যারদের দেয়া সার্টিফিকিটের জন্মতারিখ।  জীবন-স্বপ্নের টানাপোড়েনে কয়েকবার হোচট খেলেও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বি.এস.এস. ডিগ্রী অর্জন করে । বর্তমানে একটি বেসরকারি সংস্থায় চাকরি করে । দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ‘প্রিয়জন’ পাতায় ‘পরিত্রান চাই’ কবিতা দিয়ে তার লেখালেখি শুরু। পরে নয়াদিগন্ত’র সাহিত্য পাতা ও অবকাশে লিখতে থাকে । তার প্রিয় লেখক  হুমায়ুন আহমেদ। গল্পপাঠ , গল্পকবিতা ডট কম সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় তার লেখা কবিতা ও গল্প ছাপা হয়েছে । সুযোগ পেলে দেশের স্বনামধন্য কোন প্রকাশনা থেকে ২০২০ সালের মধ্যেই একটি গল্পগ্রন্থ প্রকাশ করার ইচ্ছে আছে তার । অবিচার  থেকে মুক্তি পেলেই সমাজ হবে সুশৃঙ্খল, কেটে যাবে সব অন্ধকার। ন্যায় আর মনুষ্যত্ব জেগে উঠার উঠবেই ;  মানুষের ভালোবাসাই পৃথিবীর দামী সম্পদ  যা পথ খুজেঁ দেয় সমাজের নিভু নিভু আলোগুলি কে। সেই আলোর ঝলকানিতে পুড়ে যাক ঘাপটি মেরে থাকা সকল আধার  মানুষের জীবনের! বদলে যাওয়া এই সমাজেরই স্বপ্ন দেখে এই লেখক । ধানশালিকের পক্ষ থেকে তার জন্মদিনে অজস্র শুভ কামনা এবং ভালোবাসা । তার জীবন সুন্দর এবং আলোকিত হউক ।



 

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট