‘দাগ সাহিত্য পুরস্কার-২০১৮’ পাচ্ছেন যাঁরা



 ‘দাগ সাহিত্য পুরস্কার-২০১৮’ পাচ্ছেন যাঁরা

তৃতীয়বারের মতো জাতীয় জাগরণের স্বীকৃতি স্বরুপ। ‘দাগ সাহিত্য পুরস্কার-২০১৮’ ঘোষণা করা হয়েছে। কথাসাহিত্যে  আনিসুল হক, কবিতায় আমিনুল ইসলাম,  শ্রেষ্ঠ আত্মজীবনীতে ‘ বেদনা আমার জন্ম সহোদর’ গ্রন্থের জন্য ইজাজ আহ্মেদ মিলন, প্রবন্ধে- ড. মোহাম্মদ আসাদুজ্জমান চৌধুরী, মানবতার কল্যাণে বিশেষ অবদানের জন্য (সমাজ সেবা) কামরুল হাসান কাজল, ছোটগল্পে নূর কামরুন নাহার এবং তরুণ কবিতায় তুষার কবির এ বছর দাগ সাহিত্য পুরস্কার-২০১৮ পেতে যাচ্ছেন। উল্লেখ, বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান ও কর্মের এক যুগের মূল্যায়ন করে কথাসাহিত্য, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, আত্মজীবনী, তরুণ কবি বিভাগে ‘দাগ সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়। সেই সাথে সমাজ, রাষ্ট্র, মানুষের কল্যাণে কাজ করার অবদানের জন্য একজনকে পুরস্কৃত করা হয়। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবছর এ পুরস্কার প্রদান করে আসছে সংগঠনটি। 


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট