শব্দমিছিল
মাহমুদ নোমান
তোমাকে হারাই খুঁজবো বলে
তোমাকে হারাই
বৃষ্টিভেজা রাতে ঘরে ফিরলে
ধূমায়িত চায়ের কাপে
জোড়া নাকের ঘষা,
চুমুকে চুমুকে গিলে
ফের আঁধারে লুকাই...
মেঘের বাহুডোরে ঘোড়া
তলিয়ে যায়-
নদীর জোয়ারে ভেসে আসে
খড়কুটো,
মরিচ ক্ষেতের ফলফলাদি-
বাঁ বুকে শ্বাস আটকে যায়
নিজেতে ভর দিয়ে দাঁড়াই
অশ্রু আর মুছতেই, পারি না...
শীতসন্ধ্যায়
ঘর থেকে বের হতে পারি নি
যেন মেঘাকাশের নিচে
ঝিরঝিরে হাওয়া,
ঠোঁটে এসে চমকে যাচ্ছে;
কাতাল মাছ ডাঙা এসে ধড়পড়াতে-
কানকো কেটে ফুলকা টানছে
বটকীর ঠুঁটায়,
কাগজের নৌকা ডুবে ডুবে যায়
আমি জেগে ওঠছি ডুব থেকে;
শীতের খুচরো আবেগ
আমার দু’চোখজুড়ে মেঘ
আকাশে খুঁজতে যেওনা
কুয়াশার সমুদ্রে ডুবে,
রাতভর ফেরারি জাহাজে
ফিসফিসানি শুনেছি...
সূর্যের চকমকানিতে-
ওলুয়া মাছের মতো,
সমুদ্রকূলে পড়ে আছি
প্লাস্টিকের তেরপালে...
নড়াচড়া করছে
কোথায় নিয়ে যাচ্ছে জানি না...
ধানশালিক ইউটিউব চ্যানেল : সাবস্ক্রাইব করে পাশে থাকুন : https://www.youtube.com/watch?v=YO9D0KK6Jps