শব্দমিছিল
জাহিদ আল হাসান
জীবন
পানির সন্ধানে একটি তৃষ্ণার্ত কাক
আকাশে উড়তে উড়তে উড়তে উড়তে...
হঠাৎ মরে গিয়ে অদৃশ্য হয়ে যায়
ভুল
স্নায়ুযুদ্ধ শেষে ছেলেটি ঘুমিয়ে পড়ে । দু’টি অচেনা হাতে জড়িয়ে রেখেছে প্রেমিকার বাহু-
এমন দেখতে দেখতে মূহুর্তে তার ঘুম ভেঙে যায় ।
অবিশ্বাসের বুকে ভারি পায়ে হাঁটে দীর্ঘশ্বাস।
বন্ধ মুঠোফোন। কালো ইনবক্স। ভয়। আত্মঘাতী রাত।
অথচ প্রেমিকার চোখে বইছিল এক লবণাক্ত জলপ্রপাত ।
বুক
এইসব পাঁজরের গভীরেও
অসহায় পড়ে আছে শূন্য ঘর
তৃষ্ণার্ত ঠোঁটের মতো
অনর্গল তোমারই কথা বলে...
তাই কামিনী শরীর ছোঁয়া হাতে
তোমাকেই গড়ি। যেনো-
নিশীথ রাতের আলোকিত মহারথী।
পৃথিবী কেবল প্রেম, নারী তার নদী
আহত হৃদয় বেয়ে- চলে নিরবধি।
ধানশালিক ইউটিউব চ্যানেল : সাবস্ক্রাইব করে পাশে থাকুন : https://www.youtube.com/watch?v=YO9D0KK6Jps