ঝুলন্ত জীবন
স্বপন শর্মা
ঝুলে আছি...
তোমার প্রেমের সুতোয় বাঁধা পেন্ডুলামের মতো
মধ্যার্কষণ শক্তি নিয়ে স্বাধীনভাবে দুলতে পারি
ঘড়ির কাটার মতো সীমাবদ্ধতায় ঘুরতে পারি
আর কি পারি...!
তোমার আঁকা বৃত্তের মাঝে কেন্দ্র ছাড়া জ্যা হয়ে
ব্যাস, ব্যার্সাধের লুকোচুরি খেলা দেখতে পারি।
প্রেম সাগরে ঝুলন্ত সেঁতু; ঝুলে থাকি চিরকাল
তুমি মহান সেজে আমার বুকে পদ চিহৃ রাখ বার বার।
আমি ঝুলে আছি...
মাকড়সার জালে, প্রাণহীন পতঙ্গের মতো।