পদাবলি : ০৩



আমরা ভালোবাসলে কি বলবে লোকে
রাকিবুল হাসান রাকিব 

আমরা ভালোবাসি তোমাকে আমাকে দুজনে;
তুমি শুধু বলো, ভালোবাসলে কি বলবে লোকে?
লোকের কাজ করবে লোকে, বলব কি? তাকে;
ভালোবাসলে সমাজের লোকে অনেক কিছু বলে।

ভালোবাসা অপরাধ, জানি তবুও যায়, ভালোবেসে।
ভালোবাসার মানুষ হলে যায়, বুঝা যায়, তবে।
ভালোবাসার মানুষ ভালোবাসে, ভালোবাসে বলে।
তারা জানে না, বুঝে না, ভালোবাসলে কি বলবে লোকে।

মানুষের ভালোবাসার মাঝপথে বাঁধা আসে।
সমাজের মানুষ অভিযোগ নিয়ে আসে বারে বারে।
আসলে তারা জানে না, ভালোবাসা হয় কিভাবে;
শুধু শুধু ভালোবাসা অপরাধ বলে, সমাজের লোকে।

যখন ভালোবাসার কথা জেনে যাবে লোকে;
নাম ধরা বারণ, একাপথে চলা বারণ, একসাথে।
তখন লোকলজ্জা বলে, সেই জিনিসটা হারিয়ে যাবে।
সমালোচনা ছড়াবে শুধু লোকে লোকসমাজে।

অবশেষে সবকিছু চারদিক থেকে কালোরাত আসে।
চিঠি লেখা, বন্ধ হবে, পথচলা, বন্ধ হবে, অপরাধে।
নিঝুম রাতে নীরবে দুজন বেড়িয়ে চলে যায়, নগর ছেড়ে।
রাত কেঁটে ভোর আসে, সব সমালোচনা বন্ধ হয়ে যাবে।


বাঁচতে চাই 
রেখা দাস

বিশ্বমাঝে আলোর মেলায়
আমরা সবে বাঁচতে চাই!

নবীন ত্যাজের হর্ষ ধারায়
আমরা সবে বাঁচতে চাই!

জীর্ণতাকে দিয়ে চিরবিদায়
আমরা সবে বাঁচতে চাই!

মরতে চাই না গ্রাসের নেশায়
আমরা সবে বাঁচতে চাই!

মরতে চাই না ক্ষুধার জ্বালায়
আমরা সবে বাঁচতে চাই!

হিংসা বিদ্বেষ পায়ে মারাই
আমরা সবে বাঁচতে চাই!

হীনতারে দেবো না ঠাঁই
আমরা সবে বাঁচতে চাই!

ধর্ম দ্বন্দ্বে ঘৃণা জানাই
আমার সবে বাঁচতে চাই!

আমরা সবে মানবতার গান গাই
আমরা সবে বাঁচতে চাই!

মানবতার চেয়ে মহীয়ান কিছু নাই
অন্তরেতে এই বিশ্বাস আছে সর্বদাই।

সৃষ্টি উল্লাসে প্রেম সাধনায়
আমরা সবে বাঁচতে চাই!

দেশকে ভালোবেসে মাতৃ শ্রদ্ধায়
আমরা সবে বাঁচতে চাই!

মনুষ্যত্ব ধরে শিরা উপশিরায়
আমরা সবে বাঁচতে চাই!

বিধাতার দরবারে আর্জি একটাই
মানব প্রেমে আমরা সবে বাঁচতে চাই!




মৃত্যুর কোলে
মাজরুল ইসলাম

প্রকৃতির সঙ্গে শত্রুতায়
বক্রগামী হাত
সেই হাত কখনো বোবা কান্না শুনতে পেল না
শুনতে না পাওয়া বোবা কান্না এখন
ভুলের সিঁড়ি বেয়ে ফিরে এল
নিশুতি রাতের কান্না হয়ে
এখন তার কান্নার জল সিঞ্চন করে
আসনপিঁড়ি হয়ে বসে মানবসভ্যতার জীবন খাতার ‘পরে
এরপরও চেতনার উন্মেষ না ঘটালে
কবে হয়তোবা শুনতে হবে স্পর্ধিত হাত ঝুলে আছে
মৃত্যুর কোলে ..



বসন্ত
মিজান ফারাবী  

কোকিলের কুহুয়া সুর দক্ষিণা বায়ুতে
ছড়িয়ে যাবে বহুদূর থেকে দূরান্তে
পথ থেকে গ্রামের প্রান্তরে,
প্রকৃতি তার সমস্ত স্বকীয়তা দিয়ে
জানিয়ে দেয় ফাগুন এসেছে ধরায়।

শীতের অবেলায় ঝরা পাতা বিদায় নেয়
প্রকৃতির নির্মল ছায়াতে
বসন্তের সবুজাভ ছড়িয়ে পড়ে মনোমুগ্ধ মায়াতে
আহা! আজি এ-বসন্তে
শাপলা জবা বেলী আরো কতো নাম না জানা
ফুলের মুগ্ধ সৌরভে ছেয়ে যায় বন বনানী।

সেদিন গৌধূলীর বাতাসে ধানের চারায়
ঢেউয়ে ঢেউয়ে নেচে যাবে মন,
বসন্ত বাতাসে ফুল-পাখিদের সাথে
হবে প্রেমের আলাপন,
বালুময় মরুতে পড়ে যাবে কি দারুণ!
সবুজের মায়া আবরণ।





শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট