অক্ষরমালা : যাহিদ সুবহান




অক্ষরমালা
যাহিদ সুবহান

ভাঙা হৃদয় কিংবা নিভৃত স্টেশন

মফস্বলের এই স্টেশনটাতে প্রতিদিন
পাঁজরের হাড়ের মত স্লিপার বেয়ে
নিয়ম করে ট্রেন আসে হৃদপিন্ড ছুঁয়ে
আবার চলে গেলে ট্রেন সময় হলে
যেন গ্রামের সরল কুমারীর মত
একদম ফাঁকা পড়ে থাকে প্লাটফর্ম
গ্রামের সরল কুমারীর মত প্লাটফর্ম
চলে যাওয়ার পর কেউ আর কখনো
খোঁজ রাখেনা এই ফাঁকা প্লাটফর্মটার
হৃদয়টাও যেন স্টেশনটার মতই
যেন একা পড়ে থাকে জীবনের প্লাটফর্ম
ভাঙা হৃদয় আর নিভৃত স্টেশন ...  


পথশিশুর মুখ যেন ঈশ্বরের

চৈত্রের ঝড়াপাতার মত প্রতিদিন
ওদের স্বপ্নকে পদদলিত করে
আমাদের সভ্যতার পা
ওদের অপ্রকাশিত গল্পগুলো চিরদিন
অপ্রকাশিতই থেকে যায়
আমাদের এই যান্ত্রিক পৃথিবীতে
ওই যে পথশিশু-টোকাই-ফুল বিক্রেতা
ওদের চোখগুলো যেন ঈশ্বরের চোখ
ওদের হাতগুলো যেন ঈশ্বরের হাত
ওদের মুখগুলো যেন ঈশ্বরের মুখ
অথচ ওরাই যেন ধুলা ঈশ্বরের পৃথিবীতে
ওদের অপ্রকাশিত প্রশ্নদৃষ্টির উত্তর দিতে পারে না
আমাদের সভ্যতার চকচকে মুখ...


বাউথনামা দিন

আহা স্মৃতি আমাদের, হাসিমাখা স্মৃতি!
বাতায়ন খুললেই যেন সন্ধ্যার জোনাকি
উল্লাসে মেতে উঠি আমরা পূণরায়
আহা আমাদের অনুরণনের জীবন
বার বার ফিরে পাই সেই পুরোনো পথ
স্মৃতির কাদা ঠেলে ঠেলে আমাদের
ফিরে আসে বারবার এই জীবনে
রুপালি রঙের বাউথনামা দিন...   

যাহিদ সুবহান, পাবনা।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট