শব্দমালা : সাকিব জামাল




শব্দমালা
সাকিব জামাল


চড়ুইপাখিমন

সারাক্ষণ, খুঁজি আমি- ‘বাবুই’ প্রিয়জন,
অথচ, বাসা বাঁধতে বায়না ধরে ‘চড়ুইপাখিমন'!
মনকে বলি বাবুই হও,
কষ্ট করে ‘মুক্ত’ রও!
চড়ুইসুখবিলাস এক মিথ্যে আয়োজন।


বসন্ত বিরহ!

কী অস্বস্তিকর! বসন্তে আমার একেলা প্রহর!
বহমান বিরহে অবিরত কুয়াশামাখা ভোর,
দেবী, শিশির ভেজা পায়
একটু নুপুর পরে আয়।
ভালোবেসে একবার কেবল হাতটি ধরি তোর!


ফুলের অগ্নিবাণ

ভেবে চিন্তে গাও গান ভ্রমর- ফুলের কানে,
প্রেমে সুখ স্বর্গরূপ, দুঃখ নিশ্চিত কামাগুনে,
এক ফুলে প্রেম, দুই ফুলে পাপ!
বহু ফুলে জীবন- দোযখের বাপ!
ভানে প্রেম উড়ন্ত ভ্রমর: মরে ফুলের অগ্নিবাণে।


দৃষ্টিভঙ্গি

শীত এলে, সবগাছের জীবনচক্রে- শুধুই পাতা যায়না ঝরে!
কিছু গাছে নতুন ফুলও ফোটে- নানা বাহারে, নানা বহরে!
কিভাবে দেখো তোমার সময়?
সেভাবেই ফলাফল নির্মিত হয়!
ঢেউয়ে ঢেউয়ে আসে জয়- ধনাত্মক ভাবনার সাগরে!


তুমি বিনে শীত দ্বিগুণ!

তুমি বিনে শীতের তীর- বোধকরি দ্বিগুণ!
প্রথমত, দেহ খুন! দ্বিতীয়ত, মনও খুন!
একলা জীবন, বিরহ যাপনকাল-
বাড়ন্ত শীতের অনন্ত সমকাল।
অথচ, তুমি থাকলে- সুফলা প্রেম, সর্বদা ফাগুন!




শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট