শব্দমিছিল : সাইয়্যিদ মঞ্জু




শব্দমিছিল
সাইয়্যিদ মঞ্জু


ক্লান্তির নোঙর

আদম সুরতের দিকে তাকিও, খুঁজে পাবে না যেদিন
হয়তো দেখতে পাবে রাতের আকাশে
কালপুরুষের সাথে মিশে আছি, আলো আধাঁরের ছায়ায়।

নিঃশ্বাসও গুম হয় বুকের তিব্র যন্ত্রনায়
পালাবো কোথায় আছে কি কোন অচেনা প্রান্তর
তোমার রচিত পৃথিবী অথবা বুকের জমি।

নদী বহে নিরন্তর স্বরচিত পথে আপন ঠিকানায়
বিশ্বাস-অবিশ্বাসের মোহনায় দিক হারা ডিঙি
কোথায় ফেলবো বলো ক্লান্তির নোঙর।





নিস্তব্ধ সমুদ্র শহর

চন্দ্র প্রহরায় নির্ঘুম নক্ষত্র
ঝাউয়ের ঝিরি হাওয়ায় শান্ত বালিয়াড়ি
সমুদ্র জল ডাকে জোছনার আলো
নিশাচর যাত্রার পদধ্বনি কর্ণকুহরে
নিস্তব্ধ নিরবতায় সমুদ্র শহর।

সুখের কোলে ঘুমিয়ে পড়েছে পৃথিবী
অবাক নিঃস্বরতায়
-হয়তো তুমিও।


সর্বসংহা বৃক্ষ

উত্তেজনার স্ফূরণ, কালযাত্রার স্রোতে স্তিমিত
দাম্পত্যের বহতা নদী যেনো উত্তাপহীন
ধুলোর আবরণে আচ্ছাদিত পারিমাপযন্ত্র-
গভীর ভালোবাসার।

ভালোবাসা লুটে নেয় রক্তের প্রজন্ম
তুমি-আমি সর্বসংহা বৃক্ষ
নিজের আয়নায় দেখা হয় না নিজেকে
শুধু দেখি আমারই কোন প্রতিচ্ছবি।

আয়ব্যয়ের অংকে শুধু
চাল, ডাল, মরিচ, তেল, বিদ্যুৎ বিলের হিসেব
এইতো জীবন এভাবে বহমান।




শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট