শব্দমিছিল : শফিক নহোর




শব্দমিছিল
শফিক নহোর


অপেক্ষায় 

সাগরের তলদেশে ঊর্মির আত্মচিৎকার শুনে,
বকপক্ষী উড়ে যায়
সবুজ ধানক্ষেতের উপর দিয়ে ।

দু’ধারে সবুজ ধান ক্ষেত
সরষে ফুলের মাঠ ।
লাল শাড়ি পড়ে দুরন্ত বকপক্ষী
মায়াবী আঁখিতে দু’ফোঁটা বিষাদী জল ফেলে
ধর্ষিত অবুঝ বালিকা !

রক্তনদী স্যাঁতসেঁতে হয় টিউবয়েলের চারপাশ
দু’ধারে সবুজ ধান ক্ষেত সরষে ফুলের মাঠ
বকপক্ষী পুঁটিমাছ শিকারের অপেক্ষায় ।


হৃদয়

ঠোঁট ছুঁয়ে দিতেই-
তুমি শামুকের মত নিজেকে আড়াল করে নিলে
এ বিভীষিকাময় অন্ধকার প্রকোষ্ঠে
আমিই প্রথম আলো দিয়েছিলাম !
তবুও আমি কারো প্রেমিক হতে পারিনি
এখানে প্রেমিক হতে হলে হৃদয় ছুঁতে হয় ।

পোয়াতি কষ্ট

উলঙ্গ জোনাকিপোকার নৃত্য আমাকে মগ্ন করে-
দূরে ভেসে যাওয়া কাগজের নৌকো
তোমার প্রণয় পত্র
আমি সোনালি চিলের ডানাভাঙা প্রেমিক।
সবুজ ঘাসের ডগায় জমে থাকা শিশির
তোমার আলতা মাখা পা, মাড়িয়ে যায়-
আমার বুকের জমিন জুড়ে বেদনার্ত পোয়াতি কষ্ট
এখানে নৃত্য করে জোনাকিপোকা হরদম।





শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট