শব্দমালা
দেলোয়ার হোসাইন
খেয়াল
আমি ছেড়ে দিয়েছি উন্মুক্ত ঝড়ের মাঠ
তোমরা প্রসব করে যাও বঞ্চিত বেদনা,
আমি বর্গাচাষ করে জমিয়েছি জলের বৈভব
তোমরা ম্লান ঘরে কাপড় বদলে এসো...!
টার্গেট
আমরা যারা প্রতিনিয়ত ‘টার্গেট’ হই
তাকে আমরা সর্বদা মৃত্যু বলে মানি।
আপনারা এক সের দুধ বললেও, আমরা
আধা সের দুধ আর আধা সের পানি বলে জানি!
অনুগ্রহ
তপ্ত সময়, দীর্ঘ ব্যবধান। মাথার
উপর অনিশ্চিত এক পাহাড়!
আমি তো ঘুমের রেফারি, বাঁশি
হাতে ছুটছি অলৌকিক চূড়ায়...