শব্দমিছিল
বর্ণালী দাশকুণ্ডু
একা একা বসতে পারি
একা একা বসতে পারি
গাছতলে, নদীপারে, মাঝরাতে...
কিছু ইচ্ছা মড়তে পারে
চাপা পড়ে নিষেধের তলে।
জন্মটান
গতনুগতিক বাজারহাট, রান্নাবাড়া
স্নানখাওয়া ভাতঘুম...
এর মধ্যেই বেঁচে থাকে জন্মটান
কেমন আছ? খেয়েছ তো ঠিকঠাক?
চেয়ে নেব পেছন ফিরে
আমায় এখনি সেখানে
নিয়ে যেওনা তো
যেখানে একদিন যেতেই হবে
অনঙ্গ শ্বাসবায়ু সাথে।
আমায় নিয়ে যেও ঐ
সুন্দরের কাছে
শীর্ষে পৌঁছানোর আগে
একবার চেয়ে নেব পেছনে ফিরে।