ইজাজ মিলনের ‘স্বপ্নগুলো ডানা মেলে উড়বে হেমন্তের আকাশে
মুস্তাফিজ শফি
ইজাজ আহ্মেদ মিলন বেদনার জন্ম সহোদর। আত্মজৈবনিক লেখা থেকে শুরু করে কবিতা, সর্বত্রই তিনি এই ছাপ রেখে চলেছেন। যেকোনো মহৎ সাহিত্যের পেছনেই থাকে কোনো বড় বেদনা, কবিতারতো বটেইÑ কথাটি বহুকাল ধরেই সর্বজনবিদিত। প্রথম কবিতার বই ‘নষ্ট শরীর ভিজেনা রৌদ্রজলে’ থেকে শুরু করে ‘দেহারণ্যের ভাঁজে শূন্যতার বিলাপ’, ‘পোড়ামাটির ক্যানভাসে বিরামহীন বেদনা,’ ‘নিথর রাতের গন্ধ’ কিংবা আলোচিত ‘জন্মান্ধ চোখের মতো শুষ্ক পৃথিবী’র কবিতাগুচ্ছ পড়লেই বোঝা যাবে কবি কতটা বেদনায়, কতটা বিরহে দীর্ণ। এই বেদনা, এই বিরহ পাঠক থেকে পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে এটা নি:সন্দেহে বলা যায়।
‘অন্তহীন এক শূন্যতা ঘিরে আছে/ আমার এই হৃদয়ের দেয়াল’ দিয়ে শুরু। তার আলোচিত বইয়ের কবিতাগুলো পাঠ করতে শুরু করিÑ ‘আমি রৌদ্রক্লান্ত এক পথিক/সুদীর্ঘ পথ হেঁটে/প্রাচীরের সম্মুখে এসে দাঁড়িয়েছি’। তিনি উচ্চারণ করেন, ‘ সাগর সৈকতের মতো দীর্ঘ আমার বিরহ রেখা’। তার রচিত ‘ ঘন সবুজের এই বাগানে/রক্তজবা কখনো এতো রক্তাক্ত/হয়ে ফুটেনি আগে’।
পেশায় সাংবাদিকতা এবং লেখালেখির নানা মাধ্যমে যুক্ত থাকলেও ইজাজ আহ্মেদ মিলন একজন উদীয়মান এবং উদ্যমী কবি। আলোচিত বইটি তার সর্বশেষ কাব্যপ্রয়াস। নতুন পুরনো মিলিয়ে এখানে স্থান পেয়েছে নির্বাচিত একশটি কবিতা। এই কবিতাগুলো পাঠক মনের শুষ্ক পৃথিবীতে ফুল ফুটাবে, ইজাজ মিলনের ‘স্বপ্নগুলো ডানা মেলে উড়বে হেমন্তের আকাশে - পাকা ধান ক্ষেতের নিমন্ত্রণে’Ñ এই প্রত্যাশাতো অগ্রজ হিসেবে করতেই পারি।
অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা।
মুস্তাফিজ শফি
কবি ও কথাসাহিত্যিক
ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সমকাল