শব্দমালা : সেলিম রেজা



শূন্যতার বুকে আঁকা প্রেমরেখা

পথে নামতেই দুঃখের সাথে দেখা
সে কী কান্নাকাটি বুকে জড়িয়ে
পথিক কখনো থেমে থাকে না পথে
ফিরতে পথেই দেখা হবে হয়তবা!!!
মরা পাতায় ফিরে প্রাণ
চোখ মেলে তাকায় দূরপানে
কে যেন দাঁড়িয়ে আছে শরীর ঘেঁষে
কতোকাল ধরে!
শূন্যতার বুকে এঁকে দিলো প্রেমরেখা
কতোকাল রে!
নৈঃশব্দের রাতে লোপাট জোছনা
কেউ জানে না
কেউ দেখে না
কেউ ডাকে না



দীর্ঘমেয়াদি স্বপ্নালুপ্রেম

দূরে থেকেও ছুঁয়ে যাও অনায়াসে
বাধা না মেনে একটু উষ্ণতার খোঁজে
নেমে পড়ো কবিতার দীঘিতে;
মুঠোফোনে আলাপচারিতা
সময় গড়িয়ে দীর্ঘ হয়
নিতান্তই ঠুনকো ভৌগোলিকরেখার বিস্তৃতি
কতটা কাছে শুধু আমরাই জানি
বুকের ভেতর পুষে রাখা দীর্ঘমেয়াদি স্বপ্নালুপ্রেম
সময়ে কাঁদো
কাঁদি আমিও
এইতো সেদিন ঢেউখেলা সমুদ্রবাতাস
খোলাচুলে হাত বুলালে ঘাসফুল
প্রয়োজনে শূন্যতা মিশে যায় অসীম শূন্যতায়
প্রয়োজনে শরীরের বাঁধনগুলো মহাস্রোতে ভেসে যায়
এইখানটায় চুপচাপ বসে পড়ো
বিরহী বাতাসে প্রেম পূর্ণতায়
চলুক বোঝাপড়া
বেদুঈন সময়ে চ্যালেঞ্জ ছুঁড়ে তুমিও বলতে পারো
এবার দেখা হলে দেবো না যেতে…


করোনা কালের হিটলার-মরণব্যাধি

করোনা তুমি জানো!
অভুক্ত মানুষদের আমি বলেছি
করোনার জেদ বেড়েছে
দেশ থেকে দেশে ঘুরছে-ফিরছে
সবখানে বাড়ছে হাহাকার-শংঙ্কা
বাড়ছে লাশের সারি;
বিশ্বঅর্থনীতি মুখ থুবড়ে পড়ে আছে
বিশ্ববাজারে মন্দা, লকডাউন, আইসোলেশন
কতদিন কতমাস কতবছর কে বা জানে!
পিতার জন্মশতবর্ষ গেলো
স্বাধীনতা দিবস গেলো
বৈশাখ গেলো, ছুটি গেলো
বিদেশ ফেরত মায়াও গেলো
অলি-গলিতে আড্ডাও গেলো
চেনামুখগুলো স্মৃতি হলো
শোকে কাতর হবার সময় কই!
মানুষ নিরুপায়
প্রতিটি মুহুর্ত মৃত্যুর দুয়ারে দাঁড়াচ্ছে মানুষ
পৃথিবী আজ মৃত্যুপুরী
সামাজিক দূরত্বের সর্তকবার্তা
যেখানে কমেছে ভিড়
সেখানেই বেঁচেছে প্রাণ;
রহস্যময় করোনা
একটু শান্ত হও
এখন আমাদের ফেরার সময়
ফিরতে দাও
আমাদের জেগে উঠার সময়
জাগতে দাও
আরও ক’টাদিন বাঁচতে দাও
দরজা-জানালা সবই বন্ধ
এখন ঘর আছে, সেই ঘরে মানুষ নেই
যোগাযোগের খিলআঁটা
স্থবির বিশাল রাজ্যপাট
অন্ধকারে ঘুমিয়ে পাড়া-মহল্লা
কালের হিটলার করোনা তুমি
ইতিহাস সেরা মহামারী মরণব্যাধি।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট