অণুকাব্য



১.
আমি নাহয় তোমার দিকেই যাব,
যেমন করে যাচ্ছি আজও করাতকলে।
ইচ্ছেমত রাঙিয়ে নেব সমস্ত দাগ
প্রলয় সরোদ খুব বাজাবো কড়ির ছলে;

২.
আচ্ছা, তুমি কেমন দেয়াল!
আমার নিখোঁজ খবর পাও নি আজও?
আভোগ ও ধূলির সারগামে;
কেন, গ্রাফিথির হয়ে সারাটাদিন বাজো?

৩.
বিশ্রামের কাছেও আমি অচেনা, যুদ্ধাহত!
কবেকার ক্লান্ত ক্লোরোফিল যেনো
প্রত্যহ সেলাই করে খরচের যাবতীয় ক্ষত,
তীর্থের মতো স্থীর রয়েছে এখনও।

৪.
চাক্ষুষে চাও শুশ্রূষার যোগ্যতা?
কার্পাস ছিঁড়ে দেখাও কেন পুষ্পভীতি?
আয়ুর্বেদ সপক্ষে না থাক আর,
তবুও আমি বদলে দেব জখমের রীতি।

৫.
ইন্দ্রসভায় দেখা হয় নি বলে
চাষের বিভূতি ঢেউ ভাঙে ক্রমাগত!
মন্ত্রমুগ্ধ জমিনও কৌতূহলে,
ঈর্ষার স্মারকে থেকে যায় অক্ষত।

৬.
মাংসই যদি মারণাস্ত্র কুটনৈতিক বেশ্যার! 
তবে, বসন্তকে কেন রুখে দিচ্ছো না প্রিয়?
স্থির দৃষ্টিতে গীত হোক যাবতীয় অনশন
গোপন রেখো যুদ্ধ বিরতি, উতল ইন্দ্রিয়;


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট