শব্দমিছিল
স্নিগ্ধা বাউল
পাল
যতগুলো কবিতায় মৃত্যুর কথা বলা হয়েছে
শুষ্কতার সঙ্গে এসেছে রুগ্ন পাতা খসার শব্দ
তাদের ঘুমের গান
আঙ্গুলের শীতলতম স্থবিরতায় কফিনের পেরেক
আর কিছু চিমনির শরীরের ধোঁয়ায় চলে যাবার গল্প;
ধবধবে কাফনের শুভ্রতম কবিতা
অবাক সুন্দর ছিল ওখানে মৃত্যু!
জীবন- খুরাকি এখানে আমি,
প্রতিদিন জানালায় আমি ভোর দেখি
অদ্ভুত ভালোলাগায় আবিষ্কার করি নিজেকে;
পর্দা দুলে উঠে দূরের জাহাজের নিশানায়
সেখানে রোদ পোহায় আমাদের নগ্নতম শরীর
জীবনের গান আমাদের কণ্ঠে মায়ার মতো বাজে
জন্মের চিৎকারে কেঁপে উঠে আগত বসন্তের বীণা
জীবন বলে এমন জীবনের মায়া রেখে যাই
আরও জীবনের প্রত্যাশায়।
বসত
আমাদের দূরত্ব ক্রমশ বাড়ছে
চুইয়ে পড়ছে আশ্বিনের কুয়াশা যেন
অব্যক্ততার ঘর দোর বারান্দায়-
পাতা জমার উঠুনে বিলীন হয়
পায়ের পাতাগুলো বহুদিন;
আমরা ক্রমশ সরে পড়ছি
কথা জমছে যত, অকথাই
ফুটছে এখানে;
আমরা সরে এসেছি সেখানে
প্রতিদিন সরে যেতাম যেখানে।
আমাদের বাড়ি
এইখানে এলেই সমস্তটা কেটে পড়ে
ঠিক কাঠবাদামের গাছগুলো
যতটা লম্বা হয়ে ছুঁয়েছে জংধরা গ্রিল
চারতলার ছোট ছোট কামরায়;
শরীরের গন্ধে ভেসে যায় আপনতার মোহ
আর অপরজিতার লতাগুলো প্রতিদিন
বেড়ে উঠতো মায়ের ওমের মতো
দীর্ঘ বাহু নিয়ে দাঁড়িয়ে থাকা নীল পদ্মের
সে, যেন কৌরবের ছায়াদল;
অবাধ্যতার ইতিহাসে সরে যায় তারা
গাছ আর ছায়া সমান্তরালে
তরতর করে অমিলগুলো
চারতলার সিঁড়ি অবশ পায়ে নেমে আসে
গাছগুলোর কাছে পুরাতনের মায়ায়
আবরণে ছুঁয়ে যায় আমাদের বসত ।
DHANSHALIK YOUTUBE CHANNEL : https://