শব্দমিছিল : শঙ্খচূড় ইমাম




শব্দমিছিল
শঙ্খচূড় ইমাম

ঈর্ষাপুর

ফলত ক্ষেতের মরটশুঁটিতে যে ঢেউ লেগে থাকে তা ভরদুপুরের বিরাম চিহ্ন। একটা ঘুঘুর কথাই ধরো- শোকাচ্ছন্ন দিনে তার কোনো মৃত্যু নেই। কোনো হাসপাতাল নেই। একরোখা দূরত্বে যেতে যেতে ফ্লাশ নেয় নিজের শহরে। তবু আয়নার মতো বস্তু তার কাছে সর্বদাই নস্যি। কেননা সে জানে, যে কৃষক মাটি খুঁড়ে এনেছে এই মটরশুঁটি সে কেবলই ভেঙে যায় রুই-কাতলার দেশে।

আমাদের ঘৃণা আছে, ক্রোধও। এসব লাল ফিতার ম্যাট্রিক্স পেরিয়ে পাখিযান উড়ে যায়, নুয়ে পড়ে, কোথাও কোনো স্তনের বোঁটা খোঁজে। দূরন্ত জ্বর এলে ফের একা হতেই ভালোবাসে। হয়তো মানুষের পথ থেকে সরে গিয়ে উড়ে যায় ঈর্ষাপুরে।


স্নিগ্ধ ছুরি

প্রার্থনা করো- দুরূহ ঈর্ষার
যেখানে তোমার সমস্ত স্নিগ্ধ
আমাকে ছুরিকাঘাত করতে করতে
বেরিয়ে পড়তে পারে এমন
ব্রহ্মা-ের বাইরে...


দীর্ঘ এক কালো মাছ

নির্দ্বিধায় প্রচ্ছন্ন প্রচ্ছদে-
রঙিন হয়ে আসে
প্রজাপতিপথ

এই মনোহর লোভ ও লালসার
আয়ু ভেঙে
কে সাঁতরে উঠেছে
অই অব্দি

যদি মরে যায়- তুমুল রাতের
হেলেঞ্চা-হিজল
বুঝে নেবো-
সংকটের উপাখ্যানে
আমিও ছিলাম দীর্ঘ এক
কালো মাছ!


DHANSHALIK YOUTUBE CHANNEL : https://www.youtube.com/channel/UCvalpdS1Kp_2lW5-Qibzzpw

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট