শব্দমিছিল
স্বরূপ মণ্ডল
নদী
তখন ছিলে অন্য নদী
ছিলে অন্য মোহনায়
সমুদ্র এক হলেও
নদীর মুখ ঘুরে যায়
চলে যায় অন্য অভিমুখে
যেভাবে চলে গেলে তোমার
সর্বস্ব নিয়ে অথবা সবকিছু নিয়ে
আমিতো এসেছি সব সত্তা হারিয়ে
তোমার অভিমুখ পশ্চাদমুখি হোক...
প্রতিরূপ
বিকল্প দ্বার রুদ্ধ করেছো
হারিয়েছি কাঁন্না-অভিপ্রায়
ভাঙোনি কখনো
আড়ালে রেখেছো ঘুমের ওষুধ-বাক্স
কাঁদে আমার বুকের ছাতা
আড়ালেও ঝরে
সব ভাষা চুরি হয়ে গ্যাছে
আমাদের হৃদয় ধুলো খায় গোগ্রাসে...
অদৃশ্যপাত
একটা অবয়ব আসে
আবার সরেও যায়...
এখন যেন কোনো বিমূর্ত
ছবি আসে করোটি কোটরে
যে আমাকে লালন করে চলেছে আজ
যাঁকে ছাড়া পঙ্গু;
অচলায়তনে সমস্ত পেশি
প্রণয় কী শুধু বিষামৃতের দহন
পুড়ন্ত কাঠ কবর কিমবা কফিন...