শব্দমিছিল : আল-আমীন আপেল






শব্দমিছিল
আল-আমীন আপেল


একাত্তর

রেলস্টেশনের বস্তিবাসিনী সুলেখার সবুজ-শাড়ির
শরীরে আজও েেলগে আছে লহু;
পুর্বপুরুষী ধুতি ছেড়ে, পাঞ্জাবী ধরেছিল কত জন!
নাম ছিল বিমল রায়, কালাচাঁদ, প্রমোদ শহু।


জলপাইরঙা আবেগ-কলসি

জলপাইরঙা আবেগের কলসী;
একজোড়া মুখ তার,
ভিতরেতে জল নেই,
তবুও কয়, ছলাৎ! ছলাৎ!


সময়

বছর পুরনো হলে দেয়ালে ওঠে নতুন ক্যালেন্ডার,
আজকের পড়ন্ত বিকেলটা আগামীকাল
হয়ে যাবে ‘গতকাল বিকেল’।
সব ক্ষমতা তো বাপু সময়ের হাতে!






শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট