শব্দমালা
ইব্রাহীম রাসেল
আলিঙ্গন
দুচোখের দেখাই শেষ দেখা নয়
আরো এককোটি চোখ আছে মনের ভেতর
সেই এককোটি চোখে আমি তোমাকে দেখি
হাতের ভেতর হাত মুষ্ঠিবদ্ধ মানেই এক হওয়া নয়
মনের ভেতর থাকে কোটি হাত
সেই হাত আছে তোমায় আলিঙ্গনের অপেক্ষায়...
ফেরি জাহাজে চড়ে
ফেরি জাহাজে চড়ে
একঝাঁক স্বপ্নেরা এসে নামে পদ্মার এপারে
তারপর এক জাদুর শহর
শহরের পথে পথে হেঁটে হেঁটে
স্বপ্নগুলো একের পর এক করে জুতো ক্ষয়
তারপর....
ফ্যাকাসে স্বপ্নেরা
জাদুর শহরে মাকড়সার জালে ঝুলে থাকে
বিশেষ দ্রষ্টব্য
ওষ্ঠের কষ্ট জানে ওষ্ঠ,
পাতার পর পাতা ব্যাখ্যা-বিশ্লেষণ
তবু যেন থেকেই যায় একটা কিছু বাকী
শেষমেশ লিখি বিশেষ দ্রষ্টব্য...
ভালোবাসায় ভরে উঠুক
গল্প হোক অল্প
কাজেই হোক পথ চলা
ভালোবাসতে বাসতে বাগান সাজিয়ে ফেলি
ফুলের-ফলের-ভেষজ অথবা আমাদের প্রিয় ক্যাকটাস
জানি সবুজ তোমার ভালোলাগে তাই
কথা বলতে বলতে বুনি সবুজের বিচি
একদিন এই সবুজের ছায়ায় আরো কতো ভালোবাসা হবে
আরো কতো গল্পের বুনন
গল্পেরা এগিয়ে যাক অল্প অল্প করে
মনের কথাও চলুক
সব হিংসা-বিবেদ ভুলে
পৃথিবীটা ভালোবাসায় ভরে উঠুক
আমার কিছু দুঃখ আছে
তোমার কাছে আমার কিছু দুঃখ আছে
তোমার কাছে আমার কিছু কষ্ট আছে
দুঃখগুলো রাখতে চাই আকাশ নীলে
কষ্টগুলো ডুবাতে চাই সাগর জলে
তোমার চেয়ে বড়ো আকাশ কোথায় পাই!
সাগরেরও এতো বেশি জল নাই।