ভালবাসার এক মূহুর্ত
খোরশেদ আলম খোকন
সে দিনই প্রথম কথা হয়েছিল মিনার সঙ্গে... আমাকে খুব ভালবাসে। আমাকে না পেলে নাকি ও বাঁচবেনা! কথা গুলো ভাবতে ভাবতেই... ঘুম এসে গেল চোখে। আমার পাশে ঘুমিয়েছিল দিলুও।
হঠাৎ করে দিলু বলে উঠলো-
এই তাজ! মিনা তোকে সত্যি খুব ভালবাসে।
-তুই পাগল একটা, শুধু’ই কি তাই! মিনা আমাকে কী বলেছে জানিস?
-আবার কি বললে শুনি?
কয়দিন পরই নাকি বাসর সাজাবে ওহ্...
এখন শুধুই সে দিনটির অপেক্ষা!
চিৎকার করে ডেকে উঠল দিলু।
-এ্যা তাজ উঠ! সকাল হয়েছে।
অমানিশার কালো আধারে সেই দিন; সেই রাত, সেই সময়; সেই মূহুর্ত! জীবন থেকেই হারিয়ে গেল! আর কবুল বলা হলোনা!
খবর পেলাম, বাবার পছন্দ করা বরটির সঙ্গে রাতে মিনার বাসর হয়েছে!