কে বড়?



কে বড়?
অনিকেত রায়

দৃশ্য ১:
বিস্তৃত ন্যাড়া মাঠ, মাঝ বরাবর দু’টি আলাদা আলাদা মঞ্চ। একটিতেগেরুয়াধারী, মু-িতমস্তক গুটি কতক ব্রাক্ষ্মণ, অন্যটিতে চাপদাড়ি, মাথায়টুপিওয়ালা সম সংখ্যক মৌলবী। দু’দলই নিজ নিজ ভাবে স্ব স্ব আরাধ্যের বাস্তবিক প্রতিষ্ঠায় তর্জন গর্জন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুই মঞ্চের সম্মুখেই সমপরিমাণভিড়, দু’দিকেরভিড়েই কোন অন্য ধর্মের মাছির অনুপ্রবেশ ঘটে নি।
শেষ এক ঘণ্টা উভয় ধ্বজাধারীরাই শ্রোতাদের সামনে নিজেদের সৃষ্টিকর্তার অস্তিত্ব সপক্ষে একাধিক প্রমাণ দর্শেছেন।

হঠাৎই ভিড়ের সামনের সারি থেকে এক তরুণ নিরাপত্তা বলয় ভেঙ্গে উভয় মঞ্চের তফাৎ খানেক দূরত্বে এসে বলল- ‘অত শত বুঝি না। আল্লাহ ও ঈশ্বরের মধ্যে কে বড়?  তাই বলুন।’  বাঁ দিকের মঞ্চধারীরা সোৎসাহে বললেন, ‘আল্লাহ বড়’ তো ডানদিকেররা বললেন, ‘না, না, ঈশ্বর সবচেয়ে বড়’। শুরু হলো দারুণ চেঁচামেচি। কোলাহল আরো বাড়ল, হাতাহাতি, মারপিটও হলো বিস্তর। সৃষ্টিকর্তার মহত্ত্ব সংক্রান্ত এই বিতর্ক চলল বহুক্ষণ।

দৃশ্য ২:
হঠাৎ নির্মেঘ আকাশে বজ্রপাত হল বারকয়েক। তারপর এক অদৃশ্য স্বর বলে উঠল- ‘অমৃত তোদের ঠাকুর্দাদের এক পাড়াতুতো ভাই ছিল, নাম করিম। রফিক, তোদেরও নানাদের এক মুখে বলা ভাই ছিল, দুলাল। যে বছর খরা হতো, দু’জনেই আকাশে তাকিয়ে সূর্যের তেজ নয় শুধু মেঘ খুঁজে বেড়াত।’



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট